ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

দশ বছর পর পর্দায়, তবু অধরা দেব-শুভশ্রীর বিচ্ছেদের আসল কারণ

ডুয়া নিউজ- বিনোদন
২০২৫ আগস্ট ১৭ ১৭:৪৭:৪৩
দশ বছর পর পর্দায়, তবু অধরা দেব-শুভশ্রীর বিচ্ছেদের আসল কারণ

টালিউডের অন্যতম সফল ও চর্চিত জুটি ছিলেন দেব ও শুভশ্রী গাঙ্গুলী। তাদের প্রেম একসময় ছিল ইন্ডাস্ট্রির ‘ওপেন সিক্রেট’। যদিও তারা প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি, কিন্তু তাদের রসায়ন ছিল সবার জানা। ২০০৯ সালের সুপারহিট ছবি ‘চ্যালেঞ্জ’-এর সেট থেকে শুরু হওয়া এই প্রেম বিয়ের দোরগোড়া পর্যন্ত পৌঁছেও কেন ভেঙে গেল, তা নিয়ে জল্পনার শেষ নেই।

দেব-শুভশ্রীর সম্পর্ক ভাঙার পেছনে দুটি সম্ভাব্য কারণের কথা শোনা যায়। প্রথমত, দেবের জীবনে মডেল ও বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্রের আগমন। সে সময় রুক্মিণী অভিনয় জগতে না এলেও মডেল হিসেবে পরিচিত ছিলেন এবং দেবের সঙ্গে তার বন্ধুত্ব ক্রমশ গভীর হতে থাকে। এই বিষয়টি শুভশ্রীর কানে পৌঁছালে তাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয় বলে গুঞ্জন রয়েছে।

দ্বিতীয় কারণ হিসেবে উঠে আসে বিয়ে এবং ক্যারিয়ারের দ্বন্দ্ব। শোনা যায়, শুভশ্রী সম্পর্কটিকে বিয়ে পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চাইলেও দেব তখন ক্যারিয়ারের দিকেই বেশি মনোযোগী ছিলেন। বিয়ে নিয়ে দেবের অনাগ্রহ তাদের মধ্যে ঝগড়া ও অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, যা শেষ পর্যন্ত সম্পর্কচ্ছেদের দিকে গড়ায়।

সম্পর্ক ভাঙার পর দেবের জীবনে রুক্মিণী পাকাপাকিভাবে জায়গা করে নেন, অন্যদিকে শুভশ্রী বড় পর্দা থেকে সাময়িকভাবে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। প্রায় চার বছর পর তিনি আবার অভিনয়ে ফেরেন।

বর্তমানে, শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সুখী দাম্পত্য জীবনযাপন করছেন এবং দুই সন্তান ইউভান ও ইয়ালিনির মা। অন্যদিকে, দেবও রুক্মিণীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে রয়েছেন, যদিও তাদের বিয়ের দিনক্ষণ এখনো অজানা।

ব্রেকআপের প্রায় দশ বছর পর ‘ধূমকেতু’ ছবিতে এই জুটিকে আবারও একসঙ্গে দেখা যায়, যা দর্শকদের মধ্যে তাদের পুরনো সম্পর্ক নিয়ে নতুন করে আগ্রহ তৈরি করে। তবে তাদের বিচ্ছেদের আসল কারণটি দেব এবং শুভশ্রী ছাড়া আর কেউই সঠিকভাবে জানেন না।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত