ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

বক্স অফিসে 'কুলি'র তাণ্ডব

ডুয়া নিউজ- বিনোদন
২০২৫ আগস্ট ১৭ ১৬:৩৫:৫৮
বক্স অফিসে 'কুলি'র তাণ্ডব

ক্যারিয়ারের পঞ্চাশ বছর পূর্তি এবং ১৭১তম সিনেমা—দুই মিলিয়ে দক্ষিণি সুপারস্টার রজনীকান্তের জন্য ‘কুলি’ একটি বিশেষ মাইলফলক। গত ১৪ আগস্ট মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে সিনেমাটি এবং ধারণা করা হচ্ছে, এটি রজনীকান্তের বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতি এক অসাধারণ শ্রদ্ধাঞ্জলি হয়ে থাকবে।

মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে ১০০ কোটি রুপি আয় করে তামিল সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়ে ‘কুলি’। মুক্তির মাত্র কয়েক দিনের মধ্যেই সিনেমাটির আয় ২৪০ কোটি রুপি ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, আগামী ১৮ আগস্টের মধ্যেই এটি বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করবে।

পরিচালক লোকেশ কানাগরাজের এই অ্যাকশনধর্মী সিনেমায় ৭৪ বছর বয়সী রজনীকান্তের অনবদ্য অ্যাকশন দৃশ্য দেখে ভক্তরা উচ্ছ্বসিত। সিনেমার প্রতিটি অ্যাকশন দৃশ্যে হল ফেটে পড়ছে করতালিতে। অনেকেই বলছেন, কলানিধি মারানের সান পিকচার্স প্রযোজিত এই সিনেমাটি যেন ভারতীয় চলচ্চিত্রে রজনীকান্তের সুবর্ণজয়ন্তী উদযাপন করছে।

‘কুলি’ রজনীকান্তের আগের সিনেমাগুলো থেকে বেশ কিছু দিকে আলাদা। থালাপতি বিজয়কে নিয়ে দুর্দান্ত সব অ্যাকশন সিনেমা উপহার দেওয়া পরিচালক লোকেশ কানাগরাজ এবার সুপারস্টার রজনীকান্তকে পর্দায় এনেছেন সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে। এছাড়াও, আমির খান, নাগার্জুন, উপেন্দ্র এবং সৌবিন শাহিরের মতো তারকাদের উপস্থিতি সিনেমাটিকে এক ভিন্ন মাত্রা দিয়েছে।

সিনেমার একটি উল্লেখযোগ্য দিক হলো, ৭৪ বছর বয়সী রজনীকান্তের বিপরীতে কোনো অল্প বয়সী নায়িকাকে জুটি করা হয়নি, যা নিয়ে অতীতে তার অনেক সিনেমা প্রশংসার পাশাপাশি সমালোচিতও হয়েছে।

তবে সমালোচকদের মতে, সিনেমার কিছু অ্যাকশন দৃশ্য অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘায়িত করা হয়েছে।তাদের ভাষ্য, দক্ষ সম্পাদনার মাধ্যমে ২ ঘণ্টা ৫০ মিনিটের সিনেমাটিকে আরও সংক্ষিপ্ত ও আকর্ষণীয় করা যেত।

উল্লেখ্য, ১৯৭৫ সালে পরিচালক কে. বালাচন্দরের হাত ধরে শিবাজি রাও গায়কোয়াড় থেকে ‘রজনীকান্ত’ হয়ে রুপালি পর্দায় যাত্রা শুরু করেছিলেন এই মহাতারকা, যা আজও অব্যাহত।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত