ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

এবার মেজর সিনহার চরিত্রে শাকিব খান

ডুয়া নিউজ- বিনোদন
২০২৫ আগস্ট ১৩ ২৩:১৭:০৬
এবার মেজর সিনহার চরিত্রে শাকিব খান

বাংলাদেশের চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান এবার আসছেন এক চাঞ্চল্যকর আসল জীবনের চরিত্রে। ২০২০ সালে কক্সবাজারে হত্যাকাণ্ডের শিকার সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করা সেই ঘটনা এবার সেলুলয়েডের পর্দায় তুলে আনছেন পরিচালক সাকিব ফাহাদ।

পরিচালক সাকিব ফাহাদ নিশ্চিত করেছেন যে, তার পরবর্তী সিনেমার মূল চরিত্রটি মেজর সিনহার জীবন থেকে অনুপ্রাণিত। তিনি আগেই জানিয়েছিলেন যে, তার সিনেমায় একজন আর্মি অফিসারের চরিত্রে শাকিব খানকে দেখা যাবে। এবার জানা গেল, সেই চরিত্রটিই মেজর সিনহার।

পরিচালক জানান, সিনেমাটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হলেও এতে বাণিজ্যিক সিনেমার সব উপাদানই থাকবে। দর্শকরা এতে সিনেমাটিক রোমান্স, অ্যাকশন এবং গান খুঁজে পাবেন। এটি নিছক একটি বায়োপিক হবে না, বরং বিনোদনের পূর্ণ প্যাকেজ হিসেবে তৈরি করা হবে।

সাকিব ফাহাদ আরও বলেন, "এটি কেবল একটি চলচ্চিত্র নয়, বরং সেই বীরের প্রতি একটি শ্রদ্ধার্ঘ্য, যিনি দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন।"

সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে এবং চলতি বছরের ১৬ ডিসেম্বর, বিজয় দিবসে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বহুল আলোচিত এই ঘটনা এবং শাকিব খানের মতো তারকার প্রধান চরিত্রে অভিনয়ের ঘোষণায় ইতোমধ্যেই চলচ্চিত্রপ্রেমী ও সাধারণ দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত