ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
মিশিগানে সুরের ঝড় তুললেন নগরবাউল জেমস
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত ‘২৩তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল’-এ সুরের মাতম তুললেন কিংবদন্তি রকস্টার নগরবাউল জেমস। হ্যামট্রাম্যাক সিটির জোসেফ ক্যাম্পু অ্যাভিনিউতে গত ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী এই উৎসবে জেমসের পারফরম্যান্স ছিল মূল আকর্ষণ।
হাজারো দর্শক-শ্রোতার উপস্থিতিতে মঞ্চে ওঠেন জেমস। তাঁর একের পর এক জনপ্রিয় গানে মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন দর্শকেরা। শুধু মিশিগান নয়, জেমসের গান শুনতে পার্শ্ববর্তী অঙ্গরাজ্য ও শহর থেকেও ছুটে আসেন অসংখ্য প্রবাসী বাঙালি, যা শান্ত এই শহরটিকে এক উৎসবমুখর জনপদে পরিণত করে।
এই উৎসবটি কেবল সংগীতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে। মেলা প্রাঙ্গণে শতাধিক স্টলে ছিল রকমারি খাবার, শাড়ি, পোশাক এবং বিভিন্ন কুটির শিল্পের পসরা। আকর্ষণীয় রাফেল ড্র, খেলাধুলা ও বিনোদনের পাশাপাশি বাংলাদেশের লাল-সবুজ পতাকার ওড়াউড়ি উৎসবটিকে এক ভিন্ন মাত্রা দেয়।
জেমস ছাড়াও এবারের মেলায় সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী সেলিম চৌধুরী ও রিজিয়া পারভীন। দর্শকদের বিনোদনের জন্য মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেতা জায়েদ খান ও অভিনেত্রী দীঘি। স্থানীয় শিল্পীরাও বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।
এর আগে গত শনিবার উৎসবের আহ্বায়ক বকুল তালুকদার এবং প্রধান পৃষ্ঠপোষক নাসির সবুজ বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বকুল তালুকদার তার বক্তব্যে উৎসবের অতীত ও বর্তমানের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ