ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

আসিফের কণ্ঠে নতুন প্রেমের গান ‘যত ভালোবাসি তোরে’

২০২৫ আগস্ট ০৫ ১৭:৫১:৪১

আসিফের কণ্ঠে নতুন প্রেমের গান ‘যত ভালোবাসি তোরে’

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর আবারও হাজির হয়েছেন প্রেমের আবহে গড়া নতুন একটি গানে। সম্প্রতি ডিপি মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তার এ নতুন গান ‘যত ভালোবাসি তোরে’।

প্রেমঘন এই গানের ভিডিওতে মডেল হয়েছেন নয়ন সানি ও প্রিয়া অনন্যা। ভিডিও পরিচালনা করেছেন মোহন ইসলাম। গানের কথা লিখেছেন প্রসেনজিৎ মণ্ডল এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত কর।

গানেতে অংশগ্রহণ করা মডেল অনন্যা জানান, ‘এটি চমৎকার একটি রোমান্টিক গান। ভিডিওতেও সেই আবহ বজায় রাখার চেষ্টা করেছি। আসিফ ভাইয়ের গানে মডেল হতে পারা সত্যিই খুবই আনন্দের।’নয়ন সানিও জানান, ‘আসিফ ভাইয়ের গান মানেই এক আলাদা আবেগ। দর্শক-শ্রোতাদের ভালো লাগলে সেটাই হবে আমাদের সাফল্য।’

এর আগে ১০ জুলাই ‘ভীষণ কান্না পায়’ শিরোনামে আসিফ আকবরের আরেকটি গান প্রকাশ পেয়েছিল রিদম অব ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। সেই গানে নিজেই মডেল হয়েছেন আসিফ। গানটির কথা লিখেছেন হাসানুজ্জামান মাসুম, সুর ও সংগীত করেছেন কিশোর দাশ। ভিডিওটি নির্মাণ করেছেন ইয়ামিন ইলান, ক্যামেরায় ছিলেন দিপু ইসলাম।

আসিফ আকবর বলেন, ‘আমি সবসময় শ্রোতাদের ভালো লাগার মতো গান উপহার দিতে চাই। গানগুলোতে সেই চেষ্টার কোনো কমতি রাখিনি। শ্রোতারা ভালোবাসলেই সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত