ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
বাস্তবের 'কুলি' এবার পর্দায়, আবেগাপ্লুত রজনীকান্ত
.jpg)
দক্ষিণী সিনেমার কিংবদন্তী অভিনেতা রজনীকান্ত, যিনি বাস্তব জীবনেও একসময় কুলির কাজ করতেন, এবার সেই চরিত্রেই আসছেন রুপালি পর্দায়। লোকেশ কনগরাজ পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা 'কুলি'-তে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'কুলি'।
'কুলি' সিনেমার ট্রেলার ও অডিও লঞ্চ অনুষ্ঠানে এসে নিজের ফেলে আসা কঠিন দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ৭৪ বছর বয়সী এই মহাতারকা। জীবনের শুরুতে বেঁচে থাকার তাগিদে কুলি থেকে শুরু করে বাসের কন্ডাকটরের মতো নানা কাজ করেছেন তিনি। সেই করুণ স্মৃতি মনে করে তার চোখ ভিজে আসে।
এক ঘটনার কথা উল্লেখ করে রজনীকান্ত বলেন, "কুলি হিসেবে কাজ করার সময় অনেক অপমান সহ্য করেছি। একদিন এক ভদ্রলোক আমাকে দুই রুপি দিয়ে তার লাগেজ টেম্পোতে তুলে দিতে বললেন। কণ্ঠটা চেনা লাগছিল, পরে দেখি সে আমার কলেজের বন্ধু। ওকে নিয়ে আমি একসময় খুব হাসাহাসি করতাম। সেদিন জীবনে প্রথমবার আমি কেঁদেছিলাম।"
অনুষ্ঠানে রজনীকান্ত তার স্বভাবসুলভ ভঙ্গিতে সহকর্মী ও নির্মাতাদের নিয়ে নানা মজার গল্প শোনান। আক্কিনেনি নাগার্জুনার চুলের প্রশংসা করে তিনি বলেন, "শুটিংয়ে গিয়ে দেখি, নাগার্জুনার চুল এখনো আগের মতোই ঘন কালো। আর আমার সব উধাও! রহস্য জানতে চাইলে সে ব্যায়ামের কথা বলল।"
নিজের বয়স ও শারীরিক সীমাবদ্ধতা নিয়েও রসিকতা করতে ছাড়েননি তিনি। কোরিওগ্রাফার স্যান্ডিকে উদ্দেশ করে বলেন, "প্রথম গানের শুটিংয়ে ও আমাকে বলল— একেবারে উড়িয়ে দিন। আমি বললাম, 'দেখো ভাই, আমি ১৯৫০ সালের মডেল, জীবনে অনেক দৌড়েছি। যন্ত্রপাতি বহুবার বদলেছে! অত চাপ দিও না, একটু সাবধানে কাজটা করো।'"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা