ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

বাস্তবের 'কুলি' এবার পর্দায়, আবেগাপ্লুত রজনীকান্ত

ডুয়া নিউজ- বিনোদন
২০২৫ আগস্ট ০৪ ১৯:৪৩:১৯
বাস্তবের 'কুলি' এবার পর্দায়, আবেগাপ্লুত রজনীকান্ত

দক্ষিণী সিনেমার কিংবদন্তী অভিনেতা রজনীকান্ত, যিনি বাস্তব জীবনেও একসময় কুলির কাজ করতেন, এবার সেই চরিত্রেই আসছেন রুপালি পর্দায়। লোকেশ কনগরাজ পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা 'কুলি'-তে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'কুলি'।

'কুলি' সিনেমার ট্রেলার ও অডিও লঞ্চ অনুষ্ঠানে এসে নিজের ফেলে আসা কঠিন দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ৭৪ বছর বয়সী এই মহাতারকা। জীবনের শুরুতে বেঁচে থাকার তাগিদে কুলি থেকে শুরু করে বাসের কন্ডাকটরের মতো নানা কাজ করেছেন তিনি। সেই করুণ স্মৃতি মনে করে তার চোখ ভিজে আসে।

এক ঘটনার কথা উল্লেখ করে রজনীকান্ত বলেন, "কুলি হিসেবে কাজ করার সময় অনেক অপমান সহ্য করেছি। একদিন এক ভদ্রলোক আমাকে দুই রুপি দিয়ে তার লাগেজ টেম্পোতে তুলে দিতে বললেন। কণ্ঠটা চেনা লাগছিল, পরে দেখি সে আমার কলেজের বন্ধু। ওকে নিয়ে আমি একসময় খুব হাসাহাসি করতাম। সেদিন জীবনে প্রথমবার আমি কেঁদেছিলাম।"

অনুষ্ঠানে রজনীকান্ত তার স্বভাবসুলভ ভঙ্গিতে সহকর্মী ও নির্মাতাদের নিয়ে নানা মজার গল্প শোনান। আক্কিনেনি নাগার্জুনার চুলের প্রশংসা করে তিনি বলেন, "শুটিংয়ে গিয়ে দেখি, নাগার্জুনার চুল এখনো আগের মতোই ঘন কালো। আর আমার সব উধাও! রহস্য জানতে চাইলে সে ব্যায়ামের কথা বলল।"

নিজের বয়স ও শারীরিক সীমাবদ্ধতা নিয়েও রসিকতা করতে ছাড়েননি তিনি। কোরিওগ্রাফার স্যান্ডিকে উদ্দেশ করে বলেন, "প্রথম গানের শুটিংয়ে ও আমাকে বলল— একেবারে উড়িয়ে দিন। আমি বললাম, 'দেখো ভাই, আমি ১৯৫০ সালের মডেল, জীবনে অনেক দৌড়েছি। যন্ত্রপাতি বহুবার বদলেছে! অত চাপ দিও না, একটু সাবধানে কাজটা করো।'"

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

সাজিদ হত্যার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

সাজিদ হত্যার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে (সাবেক মিল্লাতিয়ান) শ্বাসরোধ করে হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা... বিস্তারিত