ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২
আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন
.jpg)
বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং প্রায় ১৫৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে একটি মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৯ জুলাই) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
দুদক সূত্রে জানা গেছে, মামলার এজাহারে আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে ৫ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হচ্ছে। এছাড়া, তার ১৯টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। এর মধ্যে ৮৫ কোটি ৭২ লাখ টাকা জমা এবং ৭৩ কোটি ৫ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।
তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪, মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ এর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হবে।
উল্লেখ্য, আসাদুজ্জামান নূর ২০০১ সালে নীলফামারী-২ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং এরপর টানা আরও চারবার জয়ী হন। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। গত বছরের সেপ্টেম্বরে ঢাকার বেইলী রোডের বাসভবন থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান
- ২২৭ কোটি টাকায় টোটালগাজ কিনে নিল ওমেরা পেট্রোলিয়াম
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত