ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

২০২৫ জুলাই ২৯ ১৮:৩২:২৬

আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং প্রায় ১৫৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে একটি মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ জুলাই) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

দুদক সূত্রে জানা গেছে, মামলার এজাহারে আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে ৫ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হচ্ছে। এছাড়া, তার ১৯টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। এর মধ্যে ৮৫ কোটি ৭২ লাখ টাকা জমা এবং ৭৩ কোটি ৫ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪, মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ এর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হবে।

উল্লেখ্য, আসাদুজ্জামান নূর ২০০১ সালে নীলফামারী-২ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং এরপর টানা আরও চারবার জয়ী হন। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। গত বছরের সেপ্টেম্বরে ঢাকার বেইলী রোডের বাসভবন থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছিল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত