ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২
শেয়ারবাজারে স্বাভাবিক সংশোধন, আতঙ্কিত না হওয়ার পরামর্শ

আগের কার্যদিবসের মত আজও (২৮ জুলাই) শেয়ারবাজারে দর সংশোধনে সূচকের সামান্য পতন ঘটেছে। এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, টানা উত্থানের পর বাজারে ১/২ দর সংশোধন স্বাভাবিক ব্যাপার। বাজারে সূচকের উঠানামা থাকাটা অস্বাভাবিক কিছু নয়। যেহেতু ঈদের পর থেকেই সূচকের টানা উত্থানের কারণে কিছুটা স্থিতিশীল হয়েছে বাজার পরিস্থিতি। এতে সাম্প্রতিক সময়ে অনেকেই লোকসান কাটিয়ে মুনাফায় ফিরতে সক্ষম হয়েছে। আগামী দিনগুলোতে আবারও বাজার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। তাই আতঙ্কিত না হয়ে সতর্কতার সঙ্গে লেনদেনে অংশগ্রহণ করা উচিত।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ (২৮ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানেও লেনদেন শুরু হলেও ৩২ পয়েন্ট বৃদ্ধির পর পতন ঘটে। পরবর্তীতে আবারও সূচকের উত্থান হতে থাকলে মাঝপথে আবারও বাঁধাগ্রস্ত হয়। বেলা ১১টার পর ৪৫ মিনিট পর্যন্ত সূচকের একাটানা উত্থান ঘটে। এর ফলে ১১ টাকা ৪৭ মিনিটে ডিএসইর সূচক আগের দিনের তুলনায় ৩২ পয়েন্ট পর্যন্ত বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৪৮৬ পয়েন্টে। এরপর সূচকের একটানা পতন হতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। এতে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমে যায়।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
বাজার পর্যালোচনা
আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩২.০৬ পয়েন্টে। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬.১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮.৩৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬১.৭৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১৯টির দর বেড়েছে, ২৩০টির দর কমেছে এবং ৪৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৮০৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রবিবার ২৭ জুলাই লেনদেন হয়েছিল ৮৬৫ কোটি ৪ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৫৯ কোটি ৬৪ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২২৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৮টির, কমেছে ১০৯টির এবং পরিবর্তন হয়নি ২৯টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৭.০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯১৭.১৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৪৯.৫৭ পয়েন্ট কমেছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- বিনিয়োগকারীদের আস্থায় বহুজাতিক তিন কোম্পানি
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার