ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

শেয়ারবাজারে স্বাভাবিক সংশোধন, আতঙ্কিত না হওয়ার পরামর্শ

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ জুলাই ২৮ ১৬:৫০:০৫
শেয়ারবাজারে স্বাভাবিক সংশোধন, আতঙ্কিত না হওয়ার পরামর্শ

আগের কার্যদিবসের মত আজও (২৮ জুলাই) শেয়ারবাজারে দর সংশোধনে সূচকের সামান্য পতন ঘটেছে। এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, টানা উত্থানের পর বাজারে ১/২ দর সংশোধন স্বাভাবিক ব্যাপার। বাজারে সূচকের উঠানামা থাকাটা অস্বাভাবিক কিছু নয়। যেহেতু ঈদের পর থেকেই সূচকের টানা উত্থানের কারণে কিছুটা স্থিতিশীল হয়েছে বাজার পরিস্থিতি। এতে সাম্প্রতিক সময়ে অনেকেই লোকসান কাটিয়ে মুনাফায় ফিরতে সক্ষম হয়েছে। আগামী দিনগুলোতে আবারও বাজার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। তাই আতঙ্কিত না হয়ে সতর্কতার সঙ্গে লেনদেনে অংশগ্রহণ করা উচিত।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ (২৮ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানেও লেনদেন শুরু হলেও ৩২ পয়েন্ট বৃদ্ধির পর পতন ঘটে। পরবর্তীতে আবারও সূচকের উত্থান হতে থাকলে মাঝপথে আবারও বাঁধাগ্রস্ত হয়। বেলা ১১টার পর ৪৫ মিনিট পর্যন্ত সূচকের একাটানা উত্থান ঘটে। এর ফলে ১১ টাকা ৪৭ মিনিটে ডিএসইর সূচক আগের দিনের তুলনায় ৩২ পয়েন্ট পর্যন্ত বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৪৮৬ পয়েন্টে। এরপর সূচকের একটানা পতন হতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। এতে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমে যায়।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।

বাজার পর্যালোচনা

আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩২.০৬ পয়েন্টে। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬.১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮.৩৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬১.৭৪ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১৯টির দর বেড়েছে, ২৩০টির দর কমেছে এবং ৪৮টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ৮০৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রবিবার ২৭ জুলাই লেনদেন হয়েছিল ৮৬৫ কোটি ৪ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৫৯ কোটি ৬৪ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২২৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৮টির, কমেছে ১০৯টির এবং পরিবর্তন হয়নি ২৯টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৭.০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯১৭.১৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৪৯.৫৭ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৈদেশিক ঋণ পরিশোধে ইতিহাস

বৈদেশিক ঋণ পরিশোধে ইতিহাস

বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ প্রথমবারের মতো ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। রোববার (২৭ জুলাই) প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিবেদনে বলা... বিস্তারিত