ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২
‘আমাকে টার্গেট করা হচ্ছে’

দীর্ঘদিন ধরেই সিনেমা করছেন না বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইন্ডিয়া তনুশ্রী দত্ত। তবে মাঝে মাঝেই তিনি সংবাদের শিরোনাম হন। আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেছেন, ২০১৮ সালে ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনে মুখ খোলার পর থেকেই তাকে নানা ভাবে হয়রানি করা হচ্ছে। এমনকি তকে হত্যার চেষ্টাও চালানো হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, গত মঙ্গলবার তনুশ্রী ভিডিওটি প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, “আমি নিজের ঘরেই নিরাপদ নই। আমাকে টার্গেট করা হচ্ছে। আমি পুলিশকে ফোন করেছিলাম, কিন্তু তারা থানায় গিয়ে লিখিত অভিযোগ দিতে বলেছে। আমি শারীরিকভাবে সুস্থ নই। গত পাঁচ বছর ধরে যে মানসিক চাপ, ভয় ও হয়রানির মধ্যে আছি, তারই ফল আজকের এই অবস্থান।”
এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, “এটা কোনো নাটক নয়, কোনো পাবলিসিটি স্ট্যান্ট নয়। এটা আমার আবেগঘন প্রতিক্রিয়া। ২০১৮ সালের মি টু আন্দোলনের পর থেকেই আমি ভয়ংকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি।”
তিনি আরও জানান, তার গাড়ির ব্রেক ‘ফেইল’ হয়েছিল এছাড়াও খাবারে কিছু মিশিয়ে অসুস্থ করার চেষ্টা করা হয়েছিল। তার বাড়ির চারপাশে সন্দেহজনক ঘটনা ঘটছে বলেও জানান তনুশ্রী। তিনি বলেন, “এসব বিষয় আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।”
সিনেমা ইন্ডাস্ট্রির কেউ পাশে এসেছে কি না, এমন প্রশ্নে তনুশ্রী বলেন, “এখন আমার কোনো বন্ধু নেই। যারা ছিল, তারাও সরে গেছে।”
তনুশ্রীর ভিডিও প্রকাশের পর থেকে সামাজিক মাধ্যমে অনেকে কটাক্ষ করে বলেছেন, তিনি ‘বিগ বস’-এ সুযোগ পাওয়ার জন্য এসব করছেন। জবাবে তনুশ্রী বলেন, “মানুষ এসব বলবেই। ২০০৮ সাল থেকে অভিনয় করছি। তখনও এসব বলা হয়েছিল। আমি ভাইরাল হওয়ার জন্য এসব করছি না। ভাইরাল হওয়ার অনেক পথ আছে। আমি তনুশ্রী দত্ত- মিস ইন্ডিয়া, মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণকারী।”
উল্লেখ্য, ২০০৪ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর তনুশ্রী দত্ত বলিউডে পা রাখেন। ‘আশিক বানায়া আপনে’, ‘ডোল’ ও ‘ভাগাম ভাগ’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করে তিনি আলোচনায় আসেন।
তবে বলিউডে ‘মি টু’ আন্দোলনের অন্যতম প্রথম কণ্ঠস্বর হিসেবে তার অবস্থান এখনো স্পষ্ট এবং সাহসিকতার প্রতীক হিসেবে বহু মহলে প্রশংসিত হলেও তার সাম্প্রতিক অভিযোগগুলো নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- বিনিয়োগকারীদের আস্থায় বহুজাতিক তিন কোম্পানি
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৮ প্রতিষ্ঠান