ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
কলেজের মূল ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার
.jpg)
ডুয়া ডেস্ক: ঢাকার সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে কলেজের মূল ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা একটি ব্যানার ঝুলিয়ে দিয়েছেন। তারা কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়ে এই উদ্যোগ গ্রহণ করেন।
শিক্ষার্থীদের মতে, তিতুমীর কলেজের বিশাল অবকাঠামো, সুব্যবস্থা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী এই প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য যথেষ্ট। তারা জানান, দীর্ঘদিন ধরে কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার জন্য দাবি জানানো হলেও কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের বিশ্বাস যদি কলেজটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় তবে শিক্ষার মান আরও উন্নত হবে এবং উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি পাবে।
এই ব্যানার টানানোর পর শিক্ষার্থীরা সকালে কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল শুরু করেন। তারা মহাখালী-আমতলী সড়ক প্রদক্ষিণ করে আবার মূল ফটকের সামনে এসে অবস্থান নেন। এ সময় তারা তিতুমীর বিশ্ববিদ্যালয় নামক ব্যানার, কলেজের ভেতরে ও বাহিরে, পূর্বের নাম ফলকের উপর ঝুলিয়ে দেন।
শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিচারিতার অভিযোগ করে বলেন, সাতটি কলেজকে নিয়ে একটি বিশ্ববিদ্যালয় সমকক্ষ তৈরির প্রস্তাব দেয়া হয়েছে, যা তিতুমীর কলেজের সাথে মানানসই নয়। তারা সতর্ক করে বলেছেন, দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না হলে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। তারা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
জানা গেছে, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হলেও এখনো পর্যন্ত কোন সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। এ অবস্থায় শিক্ষার্থীরা পুনরায় বিক্ষোভ সমাবেশ করেছেন। তারা অনেকদিন ধরেই তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি করে আসছেন এবং এর অংশ হিসেবে তারা সড়ক ও রেলপথ অবরোধের মতো আন্দোলনও করেছেন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- সরকারের বড় পদক্ষেপ: বন্ধ হচ্ছে ৯ লিজিং কোম্পানি
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও