ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
ছাত্রী হলে তল্লাশিতে পুরুষ স্টাফ, উত্তাল নোবিপ্রবি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা হলে তল্লাশির সময় পুরুষ কর্মীদের ব্যবহার করার অভিযোগে রাতভর উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (০১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে হলে অবস্থানরত শিক্ষার্থীরা হল গেটে এসে বিক্ষোভ করেন। এর আগে সন্ধ্যায় হলে ইলেকট্রনিক রান্না সামগ্রী নিষিদ্ধ ঘোষণা করে তল্লাশি চালানো হয়।
তবে অভিযানের সময় ছাত্রীদের কোনো পূর্বানুমতি ছাড়াই কয়েকজন পুরুষ স্টাফ রুমে ঢুকে পড়েন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থী জানান, “হঠাৎ করেই কিছু পুরুষ কর্মচারী আমাদের ফ্লোরে চলে আসে। আমরা ওড়না পর্যন্ত পরার সুযোগ পাইনি। ঘটনাটি আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর এবং ভীতিকর ছিল।”
আরেক ছাত্রী জানান, “আমি তখন ঘুমিয়েছিলাম। কোনো নক ছাড়াই মহিলা স্টাফ ও ম্যাডামের সঙ্গে দুজন পুরুষ স্টাফ রুমে ঢুকে পড়ে। আমরা একদমই প্রস্তুত ছিলাম না।”
এই ঘটনার পর হলে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। শিক্ষার্থীরা বলছেন, এমন তল্লাশি নিয়মবহির্ভূত এবং নিরাপত্তা ও গোপনীয়তার চরম লঙ্ঘন।
বিষয়টি নিয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ বলেন, মেয়েদের হলে অভিযানের সময় পুরুষ কর্মীদের প্রবেশ করার কোনো নিয়ম নেই। অভিযানে আমি নিজেও উপস্থিত ছিলাম। কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে আগামীকাল বিষয়টি যাচাই করে সংশ্লিষ্টদের সতর্ক করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও বিষয়টি আনুষ্ঠানিকভাবে তদন্তের ঘোষণা দেয়নি। তবে শিক্ষার্থীরা এর সুষ্ঠু সমাধান এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ