ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

দুঃসংবাদ পেলেন সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা

ডুয়া নিউজ- অর্থনীতি
২০২৫ জুলাই ০১ ১০:৩৮:০১
দুঃসংবাদ পেলেন সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা

সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য দুঃসংবাদ এসেছে। ১ জুলাই থেকেই সব ধরনের সঞ্চয়পত্রের সুদের হার কমানো হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ অনুবিভাগ এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে (আইআরডি) আদেশ জারি করতে বলা হয়েছে।

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিনিয়োগ পরিমাণ অনুযায়ী দুই ধাপে সুদের হার নির্ধারণ করা হয়েছে। ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে বিনিয়োগকারীদের জন্য সুদের হার ১২.৫৫ শতাংশ থেকে কমিয়ে ১১.৮২ শতাংশ করা হয়েছে। অন্যদিকে এর চেয়ে বেশি বিনিয়োগকারীদের জন্য এ হার ১২.৩৭ শতাংশ থেকে কমে ১১.৭৭ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

এর আগে জানুয়ারিতে সঞ্চয়পত্রে সর্বোচ্চ সুদের হার ১২.৫৫ শতাংশ নির্ধারণ করা হয়েছিল যা ৩০ জুন পর্যন্ত কার্যকর ছিল। তবে এবার অন্তর্বর্তী সরকার দ্বিতীয় দফায় সুদহার হ্রাসের সিদ্ধান্ত নিল।

আইএমএফের শর্তের প্রভাব

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে প্রাপ্ত ৪৭০ কোটি ডলারের ঋণের শর্ত অনুযায়ী সরকারকে সঞ্চয়পত্র থেকে ঋণ নির্ভরতা কমাতে বলা হয়েছে। সেই অনুযায়ী, সঞ্চয়পত্রের সুদের হার ৬ মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হচ্ছে। এর ফলে বাজারভিত্তিক সুদহার প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছে সরকার।

কোন স্কিমে কত কমেছে?

সঞ্চয়পত্র অধিদপ্তরের নয়টি স্কিমের মধ্যে পাঁচটির হার পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন হার অনুযায়ী:

৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র: ১১.৮৩% / ১১.৮০% (আগে প্রথম বছর: ১০.১৩%, এখন: ৯.৭৪%)

৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র: ১১.৮২% / ১১.৭৭% (প্রথম বছর: ১১.০৪% → ১০.৬৫%)

পেনশনার সঞ্চয়পত্র: ১১.৯৮% / ১১.৮০% (প্রথম বছর: ১০.২৩% → ৯.৮৪%)

পরিবার সঞ্চয়পত্র: ১১.৯৩% / ১১.৮০%

ডাকঘর ফিক্সডডিপোজিট: ১১.৭৭% / ১১.৫৭%

প্রতিক্রিয়া ও বিশ্লেষণ

সাবেক সিনিয়র অর্থসচিব মাহবুব আহমেদ এ সিদ্ধান্তকে মুদ্রানীতি ও সংকোচনমূলক বাজেটের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “মানুষ এখন ব্যাংকের দিকে ঝুঁকবে যেখানে এফডিআর হার ১২ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত পাওয়া যাচ্ছে।”

অর্থনীতিবিদদের মতে, চলমান উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে সঞ্চয়পত্রে সুদহার কমানো হলে সাধারণ মানুষ ও প্রবীণদের সঞ্চয়ে প্রভাব পড়বে। এতে অভ্যন্তরীণ ঋণ সংগ্রহেও সমস্যা দেখা দিতে পারে।

বিশ্লেষকেরা মনে করছেন, সরকার সুদহার কমিয়ে ঝুঁকিপূর্ণ একটি পথে হাঁটছে যেখানে বাজারের প্রতিযোগিতায় সঞ্চয়পত্র হার মানতে পারে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ঢাবি দিবসে আজ যত আয়োজন

ঢাবি দিবসে আজ যত আয়োজন

'বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্যে আজ ১ জুলাই ২০২৫ মঙ্গলবার ১০৫তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হবে। এ... বিস্তারিত