ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

তাইজুলের ফাইফারেও শ্রীলঙ্কার বড় লিড, চাপে বাংলাদেশ

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ জুন ২৭ ১৬:১৯:২৩
তাইজুলের ফাইফারেও শ্রীলঙ্কার বড় লিড, চাপে বাংলাদেশ

কলম্বো টেস্টে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচে প্রথম ইনিংসে বড় লিড নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। টাইগারদের ২৪৭ রানের জবাবে লঙ্কানরা তুলেছে ৪৫৮ রান, ফলে ২১১ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে নাজমুল হোসেন শান্তর দল।

শুক্রবার (২৭ জুন) কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে ২ উইকেটে ২৯০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দিন গড়াতেই ১১৬.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ইনিংস থামায় স্বাগতিকরা। টাইগার স্পিনার তাইজুল ইসলাম শিকার করেন ৫ উইকেট, যা তার টেস্ট ক্যারিয়ারে ১৭তম ফাইফার।

দিন শুরু করেন ওপেনার পাথুম নিশাঙ্কা ও নাইটওয়াচম্যান প্রবাথ জয়সুরিয়া। দারুণ ছন্দে থাকা নিশাঙ্কা ২৫৪ বলে ১৯টি চারে ১৫৮ রান করে বিদায় নেন তাইজুল ইসলামের শিকারে পরিণত হয়ে। এরপর দলনেতা ধনাঞ্জয়া ডি সিলভাকেও (৭) ফেরান তাইজুল।

নাহিদ রানা থামান জয়সুরিয়াকে (১০), এরপর কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিস গড়েন ৪৯ রানের জুটি। কিন্তু ৩৩ রান করা কামিন্দুকে থামান নাইম হাসান।

শেষ পর্যন্ত শ্রীলঙ্কার লিড দাঁড়ায় ২১১ রানে। এখন চাপের মুখে দ্বিতীয় ইনিংস শুরু করবে বাংলাদেশ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত