ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

জামিন পেলেন নোবেল, সঙ্গে বাবা হওয়ার সুখবর

ডুয়া নিউজ- বিনোদন
২০২৫ জুন ২৪ ১৭:২১:১৯
জামিন পেলেন নোবেল, সঙ্গে বাবা হওয়ার সুখবর

ডেমরা থানায় নারী নির্যাতন ও পর্নোগ্রাফী মামলায় গায়ক মাইনুল আহসান নোবেল জামিন পেয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

আদালতে কড়া নিরাপত্তার মাঝেও নোবেল ঢুকেছেন বেশ খুশি মেজাজে। এর কিছু সময় পর তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়া উপস্থিত হন। তারা কাঠগড়ায় এসে একে অপরের সঙ্গে হাসিমুখে বেশ কিছুক্ষণ আলাপচারিতা করেন। পরে বিচারকাজ শুরু হলে বিচারক প্রিয়াকে বাদীর কাঠগড়ায় ডাকার নির্দেশ দেন।

বিচারক নোবেলের স্ত্রী প্রিয়াকে জিজ্ঞেস করেন, "জামিনে আপনার কোনো আপত্তি আছে?" তিনি বলেন, "না।" পরে উভয়পক্ষের আইনজীবীরাও বলেন, "ভুল বোঝাবুঝি থেকে মামলা হয়েছিল। এখন বিষয়টা মিমাংসা হয়ে গেছে।"

এরপর প্রিয়া আবার কাঠগড়ায় ফিরে এসে নোবেলের কাছে যান। তারা হাত ধরে দাঁড়িয়ে একে অপরের সাথে খোঁজ খবর নেন। নোবেল বাসার সবার খবরও নেন।

পরে পুলিশ আবার নোবেলকে আদালত থেকে গ্রেফতার করে নিয়ে যায়। এ সময় নোবেল সারাক্ষণ প্রিয়ার হাত ধরে হাঁটছিলেন। আদালতের লিফটে উঠার সময়ও প্রিয়াকে সঙ্গে নিয়ে যান।

কিছুক্ষণ পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুব জামিনের আদেশ ঘোষণা করেন। পরে প্রেস ব্রিফিংয়ে প্রিয়া জানান, জামিন বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। এছাড়া তাদের আইনজীবীরা জানান, শীঘ্রই সংসারে নতুন সদস্য যোগ হতে যাচ্ছে। তাই প্রিয়া সবাই থেকে সুখী নতুন জীবনের জন্য দোয়া চান।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত