ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
জামিন পেলেন নোবেল, সঙ্গে বাবা হওয়ার সুখবর

ডেমরা থানায় নারী নির্যাতন ও পর্নোগ্রাফী মামলায় গায়ক মাইনুল আহসান নোবেল জামিন পেয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
আদালতে কড়া নিরাপত্তার মাঝেও নোবেল ঢুকেছেন বেশ খুশি মেজাজে। এর কিছু সময় পর তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়া উপস্থিত হন। তারা কাঠগড়ায় এসে একে অপরের সঙ্গে হাসিমুখে বেশ কিছুক্ষণ আলাপচারিতা করেন। পরে বিচারকাজ শুরু হলে বিচারক প্রিয়াকে বাদীর কাঠগড়ায় ডাকার নির্দেশ দেন।
বিচারক নোবেলের স্ত্রী প্রিয়াকে জিজ্ঞেস করেন, "জামিনে আপনার কোনো আপত্তি আছে?" তিনি বলেন, "না।" পরে উভয়পক্ষের আইনজীবীরাও বলেন, "ভুল বোঝাবুঝি থেকে মামলা হয়েছিল। এখন বিষয়টা মিমাংসা হয়ে গেছে।"
এরপর প্রিয়া আবার কাঠগড়ায় ফিরে এসে নোবেলের কাছে যান। তারা হাত ধরে দাঁড়িয়ে একে অপরের সাথে খোঁজ খবর নেন। নোবেল বাসার সবার খবরও নেন।
পরে পুলিশ আবার নোবেলকে আদালত থেকে গ্রেফতার করে নিয়ে যায়। এ সময় নোবেল সারাক্ষণ প্রিয়ার হাত ধরে হাঁটছিলেন। আদালতের লিফটে উঠার সময়ও প্রিয়াকে সঙ্গে নিয়ে যান।
কিছুক্ষণ পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুব জামিনের আদেশ ঘোষণা করেন। পরে প্রেস ব্রিফিংয়ে প্রিয়া জানান, জামিন বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। এছাড়া তাদের আইনজীবীরা জানান, শীঘ্রই সংসারে নতুন সদস্য যোগ হতে যাচ্ছে। তাই প্রিয়া সবাই থেকে সুখী নতুন জীবনের জন্য দোয়া চান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব