ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
'তেহরান থেকে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে'
.jpg)
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. নজরুল ইসলাম বলেছেন, তেহরানে থেকে বাংলাদেশিরা নিরাপদ স্থানে সরে গেছেন। দূতাবাসের কোনো কর্মকর্তা বা প্রবাসী বাংলাদেশির মধ্যে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং দূতাবাস থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত সচিব।
তিনি জানান, ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে তার বুধবার রাতে কথা হয়েছে। রাষ্ট্রদূত নিশ্চিত করেছেন, দূতাবাসের সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা নিরাপদে অবস্থান করছেন। প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও যারা তেহরানে কর্মরত ছিলেন, তারা সবাই নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।
নজরুল ইসলাম বলেন, আনুমানিক ৪০০ বাংলাদেশি তেহরানে ছিলেন। এর মধ্যে শতাধিক ব্যক্তি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। হটলাইন চালু থাকায় যোগাযোগের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকলেও টেলিফোনে যোগাযোগ সম্ভব হচ্ছে। তেহরান শহরের বাইরের এলাকা, বিশেষ করে বন্দর আব্বাসের মতো এলাকায় বাংলাদেশিরা অপেক্ষাকৃত নিরাপদ অবস্থায় আছেন।
বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, তৃতীয় কোনো দেশের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তুরস্ক বা পাকিস্তানের মতো দেশ ব্যবহার করে প্রত্যাবাসন সম্ভব হলে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
অর্থ পাঠানোর জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, আইনগত সীমাবদ্ধতার কারণে ইরানে সরাসরি টাকা পাঠানো যাচ্ছে না। সাধারণত প্রবাসীরা প্রতি মাসে দুবাই থেকে অর্থ সংগ্রহ করতেন, যা বর্তমানে সম্ভব হচ্ছে না। তবে দূতাবাসের কাছে কিছু নগদ অর্থ রয়েছে, এবং ঢাকায় অবস্থান শেষে ফেরত যাওয়া এক কর্মকর্তার মাধ্যমে অতিরিক্ত অর্থ পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া বন্ধুপ্রতিম দেশগুলোর সহায়তাও নেওয়া হতে পারে বলে জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার