ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
'তেহরান থেকে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে'
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. নজরুল ইসলাম বলেছেন, তেহরানে থেকে বাংলাদেশিরা নিরাপদ স্থানে সরে গেছেন। দূতাবাসের কোনো কর্মকর্তা বা প্রবাসী বাংলাদেশির মধ্যে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং দূতাবাস থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত সচিব।
তিনি জানান, ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে তার বুধবার রাতে কথা হয়েছে। রাষ্ট্রদূত নিশ্চিত করেছেন, দূতাবাসের সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা নিরাপদে অবস্থান করছেন। প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও যারা তেহরানে কর্মরত ছিলেন, তারা সবাই নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।
নজরুল ইসলাম বলেন, আনুমানিক ৪০০ বাংলাদেশি তেহরানে ছিলেন। এর মধ্যে শতাধিক ব্যক্তি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। হটলাইন চালু থাকায় যোগাযোগের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকলেও টেলিফোনে যোগাযোগ সম্ভব হচ্ছে। তেহরান শহরের বাইরের এলাকা, বিশেষ করে বন্দর আব্বাসের মতো এলাকায় বাংলাদেশিরা অপেক্ষাকৃত নিরাপদ অবস্থায় আছেন।
বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, তৃতীয় কোনো দেশের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তুরস্ক বা পাকিস্তানের মতো দেশ ব্যবহার করে প্রত্যাবাসন সম্ভব হলে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
অর্থ পাঠানোর জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, আইনগত সীমাবদ্ধতার কারণে ইরানে সরাসরি টাকা পাঠানো যাচ্ছে না। সাধারণত প্রবাসীরা প্রতি মাসে দুবাই থেকে অর্থ সংগ্রহ করতেন, যা বর্তমানে সম্ভব হচ্ছে না। তবে দূতাবাসের কাছে কিছু নগদ অর্থ রয়েছে, এবং ঢাকায় অবস্থান শেষে ফেরত যাওয়া এক কর্মকর্তার মাধ্যমে অতিরিক্ত অর্থ পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া বন্ধুপ্রতিম দেশগুলোর সহায়তাও নেওয়া হতে পারে বলে জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা