ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
টেস্ট ম্যাচে বড় পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি
.jpg)
২০১৭ সালে আইসিসি প্রথমবারের মতো চারদিনের টেস্ট ম্যাচ আয়োজনের অনুমতি দেয়। এরপর ২০১৯ ও ২০২৩ সালে ইংল্যান্ড আয়ারল্যান্ডের বিপক্ষে এবং সর্বশেষ গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে চারদিনের টেস্ট খেলেছে। এই ধারাবাহিকতায় এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও চারদিনের টেস্টের অনুমোদন দিতে যাচ্ছে আইসিসি। ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইতোমধ্যেই বিষয়টি অনুমোদনের প্রস্তুতি নিয়েছে।
আইসিসির মতে, চারদিনের টেস্ট চালু হলে অপেক্ষাকৃত ছোট ক্রিকেট খেলুড়ে দেশগুলোর জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে। যেসব দেশ এখন পর্যন্ত সময় ও খরচজনিত কারণে টেস্ট আয়োজন করতে আগ্রহী নয়, তারা এই ফরম্যাটে টেস্ট আয়োজনের দিকে আগ্রহী হবে।
গত সপ্তাহে লর্ডসে অনুষ্ঠিত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় আইসিসি চেয়ারম্যান জয় শাহের উপস্থিতিতে এক বৈঠকে টেস্ট ম্যাচের দৈর্ঘ্য কমানোর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
মঙ্গলবার শুরু হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ দিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হয়েছে। এবারের চক্রে ৯টি দেশের অংশগ্রহণে মোট ২৭টি সিরিজ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৭টি সিরিজে দুইটি করে ম্যাচ, ৬টি তিন ম্যাচের সিরিজ এবং ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া পরস্পরের বিপক্ষে একটি করে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে।
আইসিসির তথ্যমতে, নতুন নিয়ম অনুযায়ী চারদিনের টেস্টে প্রতিদিন ৯০ ওভারের বদলে ৯৮ ওভার খেলা হবে। এতে সময় অপচয়ের বিরুদ্ধে কড়াকড়ি আরোপ করা হবে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসেনি এবং সব টেস্টই চারদিনের হবে না। ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ঐতিহ্যবাহী সিরিজগুলো, যেমন অ্যাশেজ বা বোর্ডার-গাভাস্কার ট্রফি, আগের মতোই পাঁচ দিনের থাকবে।
এদিকে দক্ষিণ আফ্রিকা এবার প্রথমবারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে, যা ২৭ বছর পর তাদের প্রথম বৈশ্বিক ট্রফি। তবে দেশটির পর্যাপ্ত সফরসূচি না থাকায় হতাশা রয়েছে। আইসিসির আশা, চারদিনের টেস্ট চালু হলে দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোর সেই হতাশা দূর হবে এবং বিশ্বজুড়ে টেস্ট ক্রিকেটে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার