ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২
রাজশাহীর বিরুদ্ধে চিটাগংয়ের বিশাল জয়, রেকর্ডগড়া সেঞ্চুরি
ডুয়া ডেস্ক: দুর্বার রাজশাহীর বিরুদ্ধে চিটাগং কিংসের দারুণ জয় বিপিএলের চলতি আসরে। প্রথম ইনিংসে উসমান খানের ১২৩ রানের অসাধারণ ব্যাটিংয়ে চিটাগং ২১৯ রানের বিশাল স্কোর গড়ে। এরপর রাজশাহী যখন জবাব দিতে আসে তখন তারা ৫ উইকেট হারিয়ে ১১৪ রানে শেষ হয়ে যায়। ফলে চিটাগং ১০৫ রানের জয় নিশ্চিত করে।
রাজশাহী কখনোই ২২০ রানের লক্ষ্যে চিটাগংয়ের জন্য হুমকি হতে পারেনি। তারা নিয়মিতভাবে উইকেট হারানোর কারণে চাপের সম্মুখীন হয়। চট্টগ্রামের দুই স্পিনার আরাফাত সানি ও আলিস আল ইসলাম রাজশাহীর ব্যাটিং লাইনআপকে রুখে দেন। রাজশাহীর পক্ষ থেকে সর্বোচ্চ ৩২ রান করেন মোহাম্মদ হারিস যিনি ১৫ বলে ২টি চার ও ৩ ছক্কা মারেন। চিটাগংয়ের হয়ে সানি ও আলিস ৩টি করে উইকেট নেন। এছাড়াও শরিফুল ইসলাম এবং মোহাম্মদ ওয়াসিম ২টি করে উইকেট নিয়ে দলের এই অসামান্য জয় নিশ্চিত করতে সহায়ক হন।
আগের ইনিংসে উসমান খান মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৪৮ বলে শতক পূর্ণ করে দলের ইনিংসে অসাধারণ অবদান রাখেন। উসমান শেষ পর্যন্ত ১২৩ রান করেন যেখানে ১৩টি চার ও ৬টি ছক্কা ছিল। উসমানের এই সেঞ্চুরি বিপিএলে তার দ্বিতীয়, পূর্বে ২০২৩ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ৫৮ বলে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন।
এখন উসমান বিপিএলে সর্বোচ্চ শতক হাঁকানো ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যেখানে ক্রিস গেইল ৫টি সেঞ্চুরি নিয়ে শীর্ষে। প্রতিযোগিতায় তামিম ইকবাল একমাত্র বাংলাদেশি যিনি দুটি সেঞ্চুরি হাকিয়েছেন।
টস জিতে রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় চিটাগংকে ব্যাটিংয়ে পাঠান। তবে শুরুতেই পারভেজ হোসেন ইমনকে আউট করে তাসকিন আহমেদ দারুণ সূচনা দেন। উসমান ও গ্রাহাম ক্লার্ক ৬৩ বলে ১২০ রান যোগ করে চিটাগংকে শক্ত ভিত্তি এনে দেন। যদিও পরে দ্রুত ৩ উইকেট পড়লেও তাদের স্কোরটা যথেষ্ট ছিল।
চিটাগংয়ের এই রানের পাহাড় গড়ার পরও তাসকিন আহমেদ ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নেন যা রাজশাহীর বোলারদের পারফরম্যান্সে উজ্জ্বল হিসেবে বিবেচিত হয়। অন্যান্য বোলারদের মাঝে সোহাগ গাজী, শফিউল ইসলাম এবং রায়ান বার্ল একটি করে উইকেট নেন। তবে তাদের ইকোনমি রেট দশের ওপরে ছিল।
এভাবে চিটাগং কিংস সফলভাবে জয়লাভ করে বিপিএলের এবারের আসরে তাদের প্রথম জয় নিশ্চিত করে এবং উসমান খানের সেঞ্চুরির সঙ্গে দলের অভূতপূর্ব পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি