ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

অভিনেতা সমু চৌধুরী মাজার থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার

ডুয়া নিউজ- বিনোদন
২০২৫ জুন ১২ ১৮:৫৬:১৯
অভিনেতা সমু চৌধুরী মাজার থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার

একসময় বাংলা নাটক ও সিনেমায় শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা সমু চৌধুরীকে পাওয়া গেল একেবারে ভিন্ন ও বেদনাদায়ক অবস্থায়।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তার কিছু ছবি, যেখানে দেখা যায়—তিনি একটি মাজারের পাশে, গামছা পরিহিত অবস্থায় গাছের নিচে শুয়ে আছেন, মানসিকভাবে বিপর্যস্ত ও অসহায় চেহারায়।

ছবিগুলো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের মধ্যে সৃষ্টি হয় কৌতূহল ও উদ্বেগ—ছবিগুলো কি কোনো শুটিংয়ের অংশ, নাকি অভিনেতা সত্যিই বিপদে আছেন?

পরে জানা যায়, তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ অবস্থায় উদ্ধার হয়েছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের মুখী শাহ মাজার থেকে। স্থানীয়রা জানান, কয়েক দিন ধরেই তাকে সেখানে দেখা যাচ্ছিল, কখনও গাছের নিচে, কখনও নির্জন চত্বরে হাঁটতে।

খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নেয় অভিনয়শিল্পী সংঘ। সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গফরগাঁও থানার সঙ্গে যোগাযোগ করি। তাদের সহযোগিতায় সমু দাকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে। এখন আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব তাকে ঢাকায় এনে চিকিৎসার ব্যবস্থা করতে।”

তিনি আরও জানান, “সমু দার মানসিক ভারসাম্যজনিত সমস্যা আগেও ছিল। মাঝে সে অনেকটা সময় নিখোঁজের মতো ছিলেন, যশোরে নিজ বাড়িতে একাকী জীবন কাটিয়েছেন। তারপর আমরা সবাই মিলে আবার তাকে অভিনয়ে ফেরাতে পেরেছিলাম।”

অভিনয়জীবনে এক সময় ব্যস্ততম অভিনেতাদের একজন ছিলেন সমু চৌধুরী। নব্বইয়ের দশকে নাটক ও সিনেমা—দু'জায়গাতেই ছিল তার সরব উপস্থিতি। ‘আদরের সন্তান’, ‘দোলন চাঁপা’, ‘মায়ের অধিকার’, ‘প্রেমের নাম বেদনা’, ‘সুন্দরী বধূ’সহ বহু ছবিতে তিনি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনেও ‘ক্ষতিপূরণ’-এর মতো কাজের মাধ্যমে ফিরে এসেছিলেন আলোচনায়।

কিন্তু ব্যক্তিজীবনের অভিমান, মানসিক চাপে দীর্ঘ সময় ধরে তিনি মিডিয়া থেকে হারিয়ে গিয়েছিলেন। এখন আবারও এক অসহায় ও মানবিক চিত্রে তাকে পাওয়া গেল মাজার প্রাঙ্গণে—যেখানে তার পাশে কেউ নেই, নেই ক্যামেরার ঝলকানি।

অভিনয়শিল্পী সংঘ আশাবাদী, তাকে চিকিৎসা ও ভালোবাসার মাধ্যমে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত