ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
সারা রাত ঘুম নেই বাঁধনের: নেপথ্যে কী কারণ?
মডেলিং ও টিভি নাটকের পরিচিত মুখ আজমেরি হক বাঁধন এবার বড় পর্দায় দর্শকদের মন জয় করতে হাজির হয়েছেন। ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত থ্রিলারধর্মী সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’-এ এক পুলিশ অফিসারের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে তিনি তার অভিনয় প্রতিভার নতুন মাত্রা দেখিয়েছেন।
সিনেমা মুক্তির দিন স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শাখায় গিয়ে নিজের অভিনীত সিনেমা দেখেছেন বাঁধন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি তার প্রথম ঈদ রিলিজ নিয়ে উত্তেজনা ও নার্ভাসনেস দুটোই প্রকাশ করেন।
অভিনেত্রী বাঁধন বলেন, “এটা আমার প্রথম ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা। একটু নার্ভাস লাগছে ঠিকই, তবে আশাবাদীও বটে। সিনেমাটি মুক্তির আগের রাতে ঘুমুতে পারিনি। মনে হয়েছে আজ আমার পরীক্ষার রেজাল্ট দেবে।”
তিনি আরও বলেন, “এটা আমার কাছে ভিন্ন চরিত্র ও ভিন্ন গল্পের ছবি। ‘এশা মার্ডার’ নিয়ে যতটা পারি, দর্শকের কাছে পৌঁছাতে চাই।”
চলচ্চিত্রটিকে বাঁধন বর্ণনা করেছেন ‘আইনি থ্রিলার-সাসপেন্সে ভরপুর একটি রোলারকোস্টার রাইড’ হিসেবে। এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের জন্য তাকে অস্ত্র চালনা, সংলাপ ও বডি ল্যাঙ্গুয়েজের বিশেষ প্রশিক্ষণ নিতে হয়েছে।
বাঁধনের ভাষ্য, “আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা ছিল এই চরিত্রটি। সংলাপ থেকে হাঁটাচলা—সবকিছুতেই পুলিশি ভাব আনার চেষ্টা করেছি। আগামীতে আর এই চরিত্র করব না। ভিন্ন কোনো চরিত্র করব।”
দর্শকদের প্রতিক্রিয়া জানার জন্য হলে আসার অভিজ্ঞতা জানিয়ে বাঁধন বলেন, “যারা যারা এ ছবিটি দেখেছেন, তারা বলছেন—গল্পটা আলাদা, আর্ট ডিরেকশন ও ক্যামেরা বেশ ভালো লেগেছে। তবে দর্শকদের আরও ভালোভাবে বোঝার জন্য আমি নিজেই হলে এসেছি, সাড়া দেখছি কাছ থেকে।”
সানী সানোয়ার পরিচালিত এবং কপ ক্রিয়েশন, বিন্জ ও লিডস এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘এশা মার্ডার: কর্মফল’-এ নাম ভূমিকায় অভিনয় করেছেন পূজা এগনেস ক্রুজ। ছবিতে আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, নিবির আদনান, হাসনাত রিপন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, ইশিকা সাকিন, সৈয়দ এজাজ আহমেদ প্রমুখ। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে মিশা সওদাগর ও সুমিত সেনগুপ্তকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং