ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
বন্যার্তদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন নির্মাণ করলো ১৫০০ ঘর

২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম মানবিক সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রাকৃতিক এই দুর্যোগে ঘরবাড়ি হারানো মানুষের জন্য সংগঠনটি নির্মাণ করেছে মোট ১,৫০০টি বসতঘর।
গতকাল রোববার (৮ জুন) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ তার ফেসবুক পোস্টে এই তথ্য জানান। তিনি একটি ঘরের ছবি পোস্ট করে জানান, প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ৮৫ হাজার টাকা। ঘরগুলোর আয়তন ১৯ ফুট বাই ১৮.৫ ফুট। প্রতিটি ঘরে রয়েছে দুইটি বেডরুম, একটি ড্রইংরুম, একটি দরজা, পাঁচটি জানালা এবং একটি ছোট বারান্দা। ঘরের নকশা ও কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তা প্রাকৃতিক দুর্যোগেও টিকে থাকতে পারে এবং দীর্ঘ সময় ধরে ব্যবহার উপযোগী থাকে।
২০২৪ সালের বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন। এ প্রেক্ষাপটে আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই উদ্যোগ ক্ষতিগ্রস্তদের জন্য এক যুগান্তকারী সহায়তা হিসেবে দেখা হচ্ছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে শুধু ঘর নির্মাণই নয়, প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী, চিকিৎসা সহায়তা এবং পুনর্বাসন কার্যক্রমও চালানো হচ্ছে।
শায়খ আহমাদুল্লাহ গণমাধ্যমকে আরও জানান, প্রতিটি ঘরের চালে ব্যবহার করা হয়েছে উন্নতমানের ইন্ডাস্ট্রিয়াল টিন, যার নিচে রয়েছে তাপ নিরোধক ফোম। কাঠামোয় ব্যবহার করা হয়েছে মরিচা প্রতিরোধী জিপি বক্স। জানালায় রয়েছে ২২ গেজের মোটা শীট, ৩ মিলিমিটার পুরু ফ্রেম বার ও এঙ্গেল এবং ১০ মিলিমিটার থিকনেসের স্কয়ার বারের গ্রিল।
তিনি আরও বলেন, বিভিন্ন কোম্পানির সঙ্গে দরপত্রের মাধ্যমে নির্মাণ চুক্তি হলেও সকল উপকরণ ‘এ গ্রেড’ মানের কিনে দেওয়া হয়েছে এবং পুরো নির্মাণ প্রক্রিয়ায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের টিম সরাসরি তদারকি করেছে।
২০২৪ সালের আগস্টে ফেনীসহ দেশের বিভিন্ন এলাকা ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। শুরু থেকেই এসব এলাকার মানুষের পাশে দাঁড়ায় আস-সুন্নাহ ফাউন্ডেশন এবং পরবর্তীতে তাদের পুনর্বাসনের জন্য এই বিশাল প্রকল্প বাস্তবায়ন করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর