ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২
বন্যার্তদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন নির্মাণ করলো ১৫০০ ঘর
২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম মানবিক সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রাকৃতিক এই দুর্যোগে ঘরবাড়ি হারানো মানুষের জন্য সংগঠনটি নির্মাণ করেছে মোট ১,৫০০টি বসতঘর।
গতকাল রোববার (৮ জুন) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ তার ফেসবুক পোস্টে এই তথ্য জানান। তিনি একটি ঘরের ছবি পোস্ট করে জানান, প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ৮৫ হাজার টাকা। ঘরগুলোর আয়তন ১৯ ফুট বাই ১৮.৫ ফুট। প্রতিটি ঘরে রয়েছে দুইটি বেডরুম, একটি ড্রইংরুম, একটি দরজা, পাঁচটি জানালা এবং একটি ছোট বারান্দা। ঘরের নকশা ও কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তা প্রাকৃতিক দুর্যোগেও টিকে থাকতে পারে এবং দীর্ঘ সময় ধরে ব্যবহার উপযোগী থাকে।
২০২৪ সালের বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন। এ প্রেক্ষাপটে আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই উদ্যোগ ক্ষতিগ্রস্তদের জন্য এক যুগান্তকারী সহায়তা হিসেবে দেখা হচ্ছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে শুধু ঘর নির্মাণই নয়, প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী, চিকিৎসা সহায়তা এবং পুনর্বাসন কার্যক্রমও চালানো হচ্ছে।
শায়খ আহমাদুল্লাহ গণমাধ্যমকে আরও জানান, প্রতিটি ঘরের চালে ব্যবহার করা হয়েছে উন্নতমানের ইন্ডাস্ট্রিয়াল টিন, যার নিচে রয়েছে তাপ নিরোধক ফোম। কাঠামোয় ব্যবহার করা হয়েছে মরিচা প্রতিরোধী জিপি বক্স। জানালায় রয়েছে ২২ গেজের মোটা শীট, ৩ মিলিমিটার পুরু ফ্রেম বার ও এঙ্গেল এবং ১০ মিলিমিটার থিকনেসের স্কয়ার বারের গ্রিল।
তিনি আরও বলেন, বিভিন্ন কোম্পানির সঙ্গে দরপত্রের মাধ্যমে নির্মাণ চুক্তি হলেও সকল উপকরণ ‘এ গ্রেড’ মানের কিনে দেওয়া হয়েছে এবং পুরো নির্মাণ প্রক্রিয়ায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের টিম সরাসরি তদারকি করেছে।
২০২৪ সালের আগস্টে ফেনীসহ দেশের বিভিন্ন এলাকা ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। শুরু থেকেই এসব এলাকার মানুষের পাশে দাঁড়ায় আস-সুন্নাহ ফাউন্ডেশন এবং পরবর্তীতে তাদের পুনর্বাসনের জন্য এই বিশাল প্রকল্প বাস্তবায়ন করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি