ঢাকা, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২

বাজার উত্থানের নেপথ্যে ৭ কোম্পানির শেয়ার

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ জুন ০৪ ১৫:৫৯:৫৭
বাজার উত্থানের নেপথ্যে ৭ কোম্পানির শেয়ার

বাজেট ঘোষণার পরদিন পতন প্রবণতায় ছিল শেয়ারবাজার। তবে আজ (বুধবার) পতনের শঙ্কা কাটিয়ে বড় উত্থানের পথে ফিরেছে দেশের উভয় শেয়ারবাজর। এদিন উভয় বাজারে সব সূচক বেড়েছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আজ ৪৪.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭০৯.০৯ পয়েন্টে। অন্যান্য সূচকগুলোতেও ছিল ভালো উত্থান প্রবণতা। এই উত্থানের নেপথ্যে ছিল ৭ কোম্পানির অবদান। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল এই তথ্য জানিয়েছে।

সূচক বৃদ্ধির নেপথ্যে থাকা কোম্পানি ৭টি হলো- ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস, ইসলামী ব্যাংক, বিটিশ আমেরিকান টোবাকো এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এই ৭ কোম্পানি সূচকে যোগ করেছে ১১ পয়েন্টের বেশি।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অবদান রেখেছে ব্র্যাক ব্যাংক। আজ ব্যাংকটি সূচকে যোগ করেছে ২.৭৭ পয়েন্ট। দ্বিতীয় সর্বোচ্চ ১.৮৪ পয়েন্ট যোগ করেছে বেক্সিমকো ফার্মা। সূচকে ১.৬৬ পয়েন্ট যোগ করে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- তিতাস গ্যাস ১.১৯ পয়েন্ট, ইসলামী ব্যাংক ১.১৯ পয়েন্ট, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ১.১৬ পয়েন্ট এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১.১৫ পয়েন্ট যোগ করেছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত