ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
বিসিবি সভাপতির সঙ্গে ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিবের দুর্ব্যবহারের অভিযোগ

ডুয়া নিউজ: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ দেখতে গিয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রেস সচিব মাহফুজুল আলমের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। তবে মাহফুজ আলম এই অভিযোগ অস্বীকার করেছেন।
জানা গেছে, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের সময় এই ঘটনা ঘটে। ম্যাচ শুরুর আগে বিপিএলের টিকিট কাটা নিয়ে ব্যাপক বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার ব্যাপারে কথা বলছিলেন মাহফুজ আলম এবং ক্রীড়া মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা। এ সময় তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
বিসিবি সভাপতির কাছে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা টিকিট নিয়ে সমস্যার কথা জানালে ফারুক আহমেদ নিজেও এসব অব্যবস্থাপনা নিয়ে বিরক্ত ছিলেন। কথোপকথনের এক পর্যায়ে মাহফুজ আলম উত্তেজিত হয়ে ফারুক আহমেদকে প্রশ্ন করেন, ‘আপনি কীভাবে বিসিবি প্রেসিডেন্ট হয়েছেন, তা আমাদের জানা আছে।’
তবে কথা–কাটাকাটি বেশি দূর গড়ানোর আগেই উপস্থিত অন্যরা তাদের শান্ত করেন। এ সময় সেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও ছিলেন বিপিএলের টাইটেল স্পনসর ডাচ্–বাংলা ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকতারা, ছিলেন বিসিবির লোকজনও।
বিসিবি প্রধানের প্রতি যুব ও ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিব মাহফুজুল আলমের অশোভন আচরণে ক্ষোভ প্রকাশ করে বিসিবির এক কর্মকর্তা জানান, ‘প্রেস সেক্রেটারির এমন আচরণ বিসিবি সভাপতির জন্য তো বিব্রতকরই, এতে ক্রীড়া উপদেষ্টার ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে। প্রেসিডেন্ট বক্সে সবাই প্রেসিডেন্টের আমন্ত্রিত অতিথি হিসেবে আসেন। সেখানে তার সঙ্গে অসদাচরণ মানা যায় না।’
এদিকে, ফারুক আহমেদ এ বিষয়ে মন্তব্য করতে রাজি না হলেও প্রেস সচিব মাহফুজ আলম জানান, তিনি কোনো অশোভন আচরণ করেননি এবং উত্তপ্ত কোন আলোচনা হয়নি। বরং স্বাভাবিক কথোপকথন হয়েছে। মাহফুজ আরও দাবি করেন, বিপিএলের বিভিন্ন অব্যবস্থাপনার কারণে তাদের মধ্যে আলোচনা হচ্ছিল।
এক ব্যক্তি পুরো ঘটনাটি মোবাইলে ভিডিও করেন। কিন্তু বিসিবি লোকজন তা দেখে ফোনটি নিয়ে রিবুট করে ফেরত দেন। ওই ব্যক্তি নির্ধারিত পাস ছাড়া প্রেসিডেন্ট বক্সে প্রবেশ করেছিলেন, যার কারণে তাকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- মিরাকেলের বিরুদ্ধে মূল্য সংবেদনশীল তথ্য গোপন করার অভিযোগ