ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

সাউথইস্ট ব্যাংকের ৩০ বছর পূর্তি উদযাপন

২০২৫ মে ২৫ ০০:১০:১৭
সাউথইস্ট ব্যাংকের ৩০ বছর পূর্তি উদযাপন

ডুয়া নিউজ: সাউথইস্ট ব্যাংক পিএলসি আজ (২৪ মে) তার ৩০ বছর পূর্তি উদ্‌যাপন করল। ১৯৯৫ সালে যাত্রা শুরু করা এই ব্যাংকটি এখন একটি আধুনিক, ভবিষ্যতমুখী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, যারা ব্যাংকের আর্থিক ও সামাজিক অবদানকে প্রশংসা করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসাইন চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম। তিনি বলেন, সততা, আস্থা ও উদ্ভাবনের পথ ধরেই আমাদের দীর্ঘ এই যাত্রা, এবং আমরা আমাদের কর্মী, গ্রাহক ও অংশীদারদের প্রতি কৃতজ্ঞ।

বক্তব্য দেন ভাইস চেয়ারপারসন রেহানা রহমান এবং স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ কাশেম একজন সফল ব্যবসায়ী, সমাজসেবী, শিক্ষার পৃষ্ঠপোষক এবং আন্তর্জাতিক পর্যায়ের বাংলাদেশি প্রতিনিধি। তিনি হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ ট্রাস্টির সাবেক সদস্য, নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি। তাঁর নেতৃত্বে ব্যাংকটি শুধু আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং সমাজ উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তির প্রতীক হিসেবেও পরিচিত।

অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদ, বিশিষ্ট গ্রাহক, শিল্প, সাহিত্য, প্রশাসন ও বাণিজ্য খাতের ব্যক্তিবর্গসহ সমাজের নানা স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে