ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

সিম কেনার নতুন সংখ্যা নির্ধারণ করল বিটিআরসি

২০২৫ মে ২৪ ২১:০০:০২
সিম কেনার নতুন সংখ্যা নির্ধারণ করল বিটিআরসি

ডুয়া ডেস্ক: একজন গ্রাহক নিজের নামে কতটি সিম নিবন্ধন করতে পারবেন, সে বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আজ শনিবার (২৪ মে) বিটিআরসির একটি সূত্র থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিটিআরসি জানিয়েছে, ‘আন্তর্জাতিক অনুশীলন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থ বিবেচনা করে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ নিবন্ধনযোগ্য সিম সংখ্যা ১৫ থেকে দশে কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটও বিবেচনায় নেওয়া হয়েছে।’

সরকারের এই সংস্থাটি জানায়, ‘সর্বোচ্চ ১০টি ব্যক্তিগত সিম নিবন্ধনের সীমা নির্ধারণ করা হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের মোট ৬৭ লাখ সিম বন্ধ করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে।’

বিটিআরসির এক কর্মকর্তা এ বিষয়ে জানান, “আগে একজন গ্রাহক সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারতেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সর্বোচ্চ ১০টি সিমই নিবন্ধন করা যাবে।”

উল্লেখ্য, ২০১৭ সালের অক্টোবর থেকে একজন গ্রাহক একটি এনআইডিতে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারতেন। পরে ২০২২ সালের অক্টোবর মাসে বিটিআরসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ১৫টির বেশি সিম থাকলে গ্রাহককে পছন্দের নম্বরগুলো রেখে অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করতে হবে। এরপর বিটিআরসি লটারি পদ্ধতিতে ১৫টির বেশি সিম বাতিল করে দেয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

তথ্য প্রযুক্তি এর সর্বশেষ খবর

তথ্য প্রযুক্তি - এর সব খবর



রে