ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

সরে গেলেন পররাষ্ট্র সচিব; নতুন দায়িত্বে যিনি

২০২৫ মে ২২ ২১:২৯:৪৮
সরে গেলেন পররাষ্ট্র সচিব; নতুন দায়িত্বে যিনি

ডুয়া ডেস্ক: পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের স্থলাভিষিক্ত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুহুল আলম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (২২ মে) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগামী শুক্রবার থেকে এ আদেশ কার্যকর হবে।

আদেশে বলা হয়, ‘মো. জসীম উদ্দিন, পররাষ্ট্র সচিবের দায়িত্ব ত্যাগের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র সচিবের দৈনন্দিন কার্যাদি সম্পাদন করবেন।’

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এক মাসের মধ্যে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পান জসীম উদ্দিন। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৩তম ব্যাচের এই কর্মকর্তা ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেন। ২০২৬ সালের ডিসেম্বর মাসে তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।

চীন, কাতার ও গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন জসীম উদ্দিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ‘তাকে আবারও রাষ্ট্রদূত হিসেবে বিদেশে নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।’

অন্যদিকে, তার স্থলাভিষিক্ত হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্বে আসা রুহুল আলম সিদ্দিকী বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। তিনি পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার এবং পর্তুগালে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এছাড়া সিঙ্গাপুর, বার্লিন, নয়াদিল্লি ও করাচিতে বাংলাদেশ মিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্বে ছিলেন তিনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে