ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

রিয়াল ছাড়ছেন লুকা মদ্রিচ

২০২৫ মে ২২ ২১:১৯:৩১
রিয়াল ছাড়ছেন লুকা মদ্রিচ

ডুয়া ডেস্ক: ফুটবল বিশ্বে আরও একটি স্মরণীয় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটছে। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচ ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। ১৩ বছরের দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানছেন এই ক্রোয়াট তারকা।

রিয়াল মাদ্রিদ আগেই জানিয়ে দিয়েছিল, ৩৯ বছর বয়সী মদ্রিচের সঙ্গে আর চুক্তি নবায়ন করা হবে না। আজ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে নিজেই বিদায়ের ঘোষণা দিয়ে মদ্রিচ লিখেছেন, “সময় এসে গেছে। যে মুহূর্তটা কখনও আসুক চাইনি, সেটাই এসে গেছে। তবে এটাই ফুটবল, জীবনের সবকিছুরই শুরু আছে, শেষও আছে।”

২০১২ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন মদ্রিচ। দীর্ঘ এক দশকের বেশি সময় তিনি ক্লাবটির হয়ে মাঠ মাতিয়েছেন। প্রায় ৬০০ ম্যাচে অংশ নিয়ে জিতেছেন ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি লা লিগা ও মোট ৩০টি শিরোপা। ২০১৮ সালে ব্যালন ডি’অর জয়ের মাধ্যমে ব্যক্তিগত ক্যারিয়ারেও সাফল্যের শীর্ষে পৌঁছান তিনি।

মদ্রিচ জানিয়েছেন, শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার শেষ ম্যাচটি হবে বার্নাব্যু স্টেডিয়ামে তার শেষ ম্যাচ। এরপর ক্লাব বিশ্বকাপ শেষ করে তিনি রিয়াল মাদ্রিদের জার্সিকে বিদায় জানাবেন।

তিনি বলেন, “রিয়ালের হয়ে খেলাটা শুধু ফুটবল ক্যারিয়ার নয়, আমার জীবনকেও বদলে দিয়েছে। বিশ্বের সেরা ক্লাবটির ইতিহাসের অংশ হতে পেরে আমি গর্বিত।”

শেষবারের মতো রিয়ালের হয়ে মাঠে নামলেও মদ্রিচ জানিয়েছেন, “আমি সবসময় একজন মাদ্রিদিস্তা হয়ে থাকব।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে