ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশিদের জন্য কানাডায় স্কলারশিপ; ৪ বছরের আর্থিক সুবিধা

২০২৫ মে ২২ ১৮:৫৯:৪৩
বাংলাদেশিদের জন্য কানাডায় স্কলারশিপ; ৪ বছরের আর্থিক সুবিধা

ডুয়া ডেস্ক: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় যৌথভাবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য 'ইউজিসি-ম্যাকগিল পিএইচডি স্কলারশিপ প্রোগ্রামে' আবেদন আহ্বান করেছে। এই স্কলারশিপের আওতায় পিএইচডি শিক্ষার্থীরা চার বছর পর্যন্ত বিভিন্ন আর্থিক সুবিধা পাবেন।

আর্থিক সুবিধা

১. জীবনযাত্রার ব্যয়ের জন্য বছরে ১৫,০০০ কানাডিয়ান ডলার।২. স্বাস্থ্য ও জীবন বিমার জন্য প্রায় ১,১০০ কানাডিয়ান ডলার।৩. বার্ষিক বেতন-সহায়তা হিসেবে প্রায় ৯,৮০০ কানাডিয়ান ডলার।৪. একবারের জন্য ফেরত আসার বিমান ভাড়া (প্রায় ৩,০০০ কানাডিয়ান ডলার)।৫. ম্যাকগিল বিশ্ববিদ্যালয় কুইবেক সরকারের নির্ধারিত বার্ষিক টিউশন ফি (২০,২১৪ কানাডিয়ান ডলার) বহন করবে। তবে স্বাস্থ্যবিমা এর বাইরে থাকবে।

আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা

- আগ্রহী প্রার্থীদের সরাসরি ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পছন্দের ডক্টরাল প্রোগ্রামে আবেদন করতে হবে।

- জানুয়ারির (শীতকালীন) সেশনের জন্য আবেদন পাঠাতে হবে ১ আগস্টের মধ্যে এবং সেপ্টেম্বরের (শরৎকালীন) সেশনের জন্য ১৫ জানুয়ারির মধ্যে। প্রার্থীরা তাঁদের আবেদনপত্রে উল্লেখ করতে পারবেন যে তাঁরা ইউজিসি-ম্যাকগিল ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে আবেদন করছেন।

- স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রার্থীদের নিজ দায়িত্বেএই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময়: ১১ জুন ২০২৫। এই সময়ের আগেই আবেদনপত্র ম্যাকগিলের ওয়েব পোর্টালে পৌঁছাতে হবে।

বিস্তরিত জানতে এই লিংকে ক্লিক করুন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

স্কলারশিপ এর সর্বশেষ খবর

স্কলারশিপ - এর সব খবর



রে