ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

'ইশরাককে শপথ না পড়ালে আন্দোলন অন্যভাবে রূপ নেবে'

২০২৫ মে ১৯ ২২:৫৭:২১
'ইশরাককে শপথ না পড়ালে আন্দোলন অন্যভাবে রূপ নেবে'

ডুয়া ডেস্ক: আজ-কালকের মধ্যে প্রকৌশলী ইশরাক হোসেনকে শপথ না পড়ালে যে আন্দোলন চলছে, তা অন্যভাবে রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ সোমবার (১৯ মে) বিকেলে সিলেট নগরের বালুচরে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিলেট বিভাগে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।

তিনি বলেন, "ঢাকার রাজপথ, নগর ভবন ঘেরাও করে রেখেছে আন্দোলনকারীরা। আলটিমেটাম দিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টাকে—আদালতের রায় অনুযায়ী ইঞ্জিনিয়ার ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব দেওয়ার জন্য।" সালাহউদ্দিন আহমদ বলেন, "এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা সব সময় প্রস্তুত। কিন্তু তার মানে এই নয় আপনারা যা মনে চায় তাই করবেন, আর মেনে নেব।"

তিনি আরও বলেন, "আমি আহ্বান করছি, অতি অল্প সময়ের মধ্যে, পারলে আজকে রাতের মধ্যে ইশরাক হোসেনের শপথ গ্রহণের ব্যবস্থা করুন। তা না হলে ঢাকার এ আন্দোলনকে কেন্দ্র করে আরো বৃহত্তর আন্দোলন হতে পারে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে