ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

গায়ক সনু নিগমের বাড়িতে পুলিশ!

২০২৫ মে ১৯ ১৭:১৩:০২
গায়ক সনু নিগমের বাড়িতে পুলিশ!

ডুয়া ডেস্ক: ব্যাঙ্গালুরুর এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন জনপ্রিয় ভারতীয় গায়ক সনু নিগম। অনুষ্ঠান চলাকালে কন্নড় গান গাওয়ার অনুরোধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে পেহেলগামের হামলার প্রসঙ্গ টেনে আনেন তিনি। এ ঘটনার জেরে কর্নাটক হাইকোর্টে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

এই মামলার তদন্তের অংশ হিসেবে সনু নিগমের বয়ান রেকর্ড করতে তার বাসায় যাবে পুলিশ। আদালতের নির্দেশ অনুযায়ী, এই জিজ্ঞাসাবাদ তার অনুপস্থিতিতেই ভিডিও মাধ্যমে সম্পন্ন হবে।

সম্প্রতি কর্নাটক হাইকোর্ট জানিয়েছে, আপাতত গায়কের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। পাশাপাশি, ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার বক্তব্য গ্রহণের আবেদন মঞ্জুর করেছে আদালত। ফলে সনুকে আদালতে সশরীরে উপস্থিত থাকতে হবে না।

বিতর্কের শুরুটা ছিল, ব্যাঙ্গালুরুর সেই অনুষ্ঠানে যখন কন্নড় গান গাওয়ার অনুরোধ আসে সনুর কাছে। এরপরই তিনি রেগে গিয়ে বলেন, ‘আমার এই বিষয়টা ভালো লাগল না। এই ছেলেটির যা বয়স, তার চেয়ে বেশিদিন ধরে আমি কন্নড় গান গাইছি। কিন্তু এই ছেলেটি অত্যন্ত রূঢ় ভাবে আমাকে হুমকি দিচ্ছে ‘কন্নড়, কন্নড়’ বলে। এই জন্যই পেহেলগামের মতো ঘটনা ঘটে যায়।’

সনুর মন্তব্যে সামাজিক ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, এবং মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই বিতর্কে গায়কের নাম জড়িয়ে থাকতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে