ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

১২ পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

২০২৫ মে ১৯ ১৫:৫০:১৪
১২ পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

ডুয়া ডেস্ক: বিভিন্ন পদে কর্মরত ১২ জন পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার (আজ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাদের পদোন্নতির সুপারিশ করে সুপিরিয়র সিলেকশন বোর্ড, যা প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন:

১. মোহাম্মদ গোলাম রসুল – চলতি দায়িত্বে অতিরিক্ত আইজি

২. একেএম আওলাদ হোসেন – ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি

৩. মো. আকরাম হোসেন – পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব)

৪. হাসিব আজিজ – চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার

৫. গাজী জসিম উদ্দিন – ঢাকা সিআইডির ডিআইজি

৬. আবু নাসের মোহাম্মদ খালেদ – পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি

৭. মো. রেজাউল করিম – সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার

৮. খন্দকার রফিকুল ইসলাম – এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব)

৯. মো. মোস্তফা কামাল – পিবিআই-এর অতিরিক্ত আইজিপি

১০. মোসলেহ উদ্দিন আহমদ – পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি

১১. মো. ছিবগাত উল্লাহ – শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি

১২. সরদার নুরুল আমিন – রাজারবাগ পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি)

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে