ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

আগস্টে ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী

২০২৫ মে ১৯ ১৫:০১:৫৬
আগস্টে ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী

ডুয়া ডেস্ক: বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান উষ্ণ সম্পর্ক আরও জোরদার করতে চলতি বছরের আগস্টের শেষ সপ্তাহে ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আসন্ন এই রাষ্ট্রীয় সফর ঘিরে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছে একটি কূটনৈতিক সূত্র।

এর আগে, চলতি মে মাসের শুরুতে ঢাকায় আসেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। ৫ মে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে বৈধ পথে বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেয়ার পাশাপাশি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথাও জানান ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় নিরাপদ ও বৈধ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ এবং বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।

মাত্তেও পিয়ান্তেদোসি আরও জানান, দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিশ্চিত করতে আগামী সেপ্টেম্বরের আগেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় আসবেন।

অন্যদিকে, বাংলাদেশও অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে ইতালির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলে বৈঠকে আশ্বাস দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে