ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

পাকিস্তানে রেড এলার্ট!

২০২৫ মে ১৯ ১৪:৪২:৪৬
পাকিস্তানে রেড এলার্ট!

ডুয়া ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তীব্র তাপপ্রবাহের আশঙ্কায় রেড এলার্ট জারি করেছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ)। রোববার (১৮ মে) জারি করা এক সতর্কবার্তায় জানানো হয়, পাঞ্জাবের প্রধান শহর ও সমতল এলাকাগুলোতে তাপপ্রবাহ আরও ভয়াবহ রূপ নিতে পারে।

পিডিএমএ’র মুখপাত্র জানান, এমন চরম আবহাওয়ার মধ্যে স্থানীয় বাসিন্দা ও ভ্রমণকারীদের ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও খোলা জায়গা এড়িয়ে চলতে এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এদিকে পাকিস্তান আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, গিলগিট-বালতিস্তান, উচ্চ খাইবার পাখতুনখোয়া, কাশ্মীরসহ আশপাশের পাহাড়ি এলাকায় সন্ধ্যা ও রাতে দমকা হাওয়াসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

তারা আরও জানিয়েছে, পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, সিন্ধু এবং বেলুচিস্তানের বেশ কয়েকটি অঞ্চলে তাপমাত্রা অস্বাভাবিক হারে বাড়বে। তবে কিছু এলাকায় ঝোড়ো হাওয়া ও হালকা বৃষ্টিপাত হতে পারে।

এ অবস্থায় দেশটির স্বাস্থ্য বিভাগ জনগণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে। বিশেষভাবে শিশু, বয়স্ক এবং অসুস্থদের তাপদাহের সময় বাড়ির বাইরে কম বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে