ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

এনবিআর দুই ভাগ করার প্রক্রিয়া ঠিক হয়নি: ড. দেবপ্রিয়

২০২৫ মে ১৯ ১৩:৫৫:১১
এনবিআর দুই ভাগ করার প্রক্রিয়া ঠিক হয়নি: ড. দেবপ্রিয়

ডুয়া ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুইভাগ করা ঠিক হয়েছে, এটি শ্বেতপত্রে বলা ছিল, কিন্তু দুইভাগের প্রক্রিয়া যেভাবে হয়েছে তা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগের সম্মানীয় ফেলো (সিপিডি) ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

সোমবার (১৯ মে) এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাংলাদেশ অর্থনীতি ২০২৫-২৬: নীতি সংস্কার ও জাতীয় বাজেট শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনে তিনি এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় বলেন, দেশে বেকারত্বের হার বেড়ে ১৪ শতাংশে পৌঁছেছে। পাশাপাশি, মূল্যস্ফীতির তুলনায় শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার অনেক কম। তিনি বলেন, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে কিনা জোর দিয়ে বলা যাচ্ছে না। সরকার বিনিয়োগ উপাদানগুলো খুব বেশি উৎসাহিত করতে পারছে না।

কর আদায় সন্তোষজনক না উল্লেখ করে তিনি বলেন, গত কয়েক দশকে কর আদায় নিয়ে এত সমালোচনার পরও কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। কর-জিডিপি অনুপাত এখনও ১০ শতাংশের নিচে আছে। সাম্প্রতিককালে কর আদায়ে পরোক্ষ কর প্রত্যক্ষ করের তুলনায় এখনো বেশি।

তিনি আরও বলেন, রাজস্ব ব্যয়ের দুটি খাত সবচেয়ে বেশি হচ্ছে- প্রথমটি সুদ ব্যয় আর দ্বিতীয়টি ভর্তুকি। সরকারের অর্থনীতি পরিচালনা কোনো ঘোষিত নীতিমালার আলোকে হচ্ছে না, তা চলছে এডহক ভিত্তিতে।

ড. দেবপ্রিয় বলেন, দেশের মূল্যস্ফীতি কমানোর জন্য মুদ্রানীতি এখনও প্রতিফলিত হয়নি। ৮ থেকে ৯ শতাংশের মধ্যে এলে আমরা একটা সিগনাল পাবো।

দারিদ্র্যের প্রসঙ্গে ড. দেবপ্রিয় বলেন, বাংলাদেশে এ মুহূর্তে চরম দারিদ্র্যসীমার নিচে মানুষের সংখ্যা বাড়ছে। যুব দারিদ্র বাড়ছে এটা বলা বাহুল্য।

তিনি আরও বলেন, বর্তমানে আমলাতন্ত্র আরও শক্তিশালী হয়ে উঠেছে। তাঁর ভাষায়, “আওয়ামী লীগের শাসনামলে দেশে চোরতন্ত্র গড়ে উঠেছিল—যার মূল চালিকাশক্তি ছিল আমলারা, ব্যবসায়ীরা ও রাজনীতিবিদরা। এখন রাজনীতিবিদরা সরে গেছেন, ব্যবসায়ীরা দুর্বল, আর আমলারা আবারও পুরো শক্তি নিয়ে ফিরে এসেছেন।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে