ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

খাদ্য খাতে মুনাফা কমেছে ১৩ কোম্পানির

২০২৫ মে ১৭ ১৯:৪৩:০৪
খাদ্য খাতে মুনাফা কমেছে ১৩ কোম্পানির

ডুয়া নিউজ : শেয়রবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত ২১টি কোম্পানির মধ্যে এ পর্যন্ত ১৭টি কোম্পানির তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) ইপিএস পাওয়া গেছে। কোম্পানিগুলোর মধ্যে ইপিএস কমেছে ১৩টির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- এএমসিএল-প্রাণ, এপেক্স ফুডস, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, ফু-ওয়াং ফুড, জেমিনি সী ফুড, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা পেট, আরডি ফুড, রহিমা ফুড, শ্যামপুর সুগার মিলস, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার এবং জিলবাংলা সুগার মিলস।

এএমসিএল- প্রাণ

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩৭ পয়সা । আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৪৬ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৯৩ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৪ টাকা ৯৮ পয়সা।

এপেক্স ফুডস

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৪৯ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৫২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪ টাকা ৬৪ পয়সা।

বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ

অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই২৪-মার্চ’২৫) বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৪৮ পয়সা।

ফু-ওয়াং ফুড

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৮ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ০১ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৩ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ৩১ পয়সা।

জেমিনি সী ফুড

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ১৭ পয়সা।

এদিকে তিন প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতিলোকসান হয়েছে ৫ টাকা ৩০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬ টাকা ৪৫ পয়সা।

গোল্ডেন হার্ভেস্ট এগ্রো

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ১৭ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১৫ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩২ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ২৮ পয়সা।

মেঘনা কনডেন্স মিল্ক

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৩৩ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৩৮ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২০ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ১ টাকা ৩৭ পয়সা।

মেঘনা পেট

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ২১ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৫ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৩ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ১৬ পয়সা।

আরডি ফুড

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫২ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ুমার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৯ পয়সা।

রহিমা ফুড

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১০ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ২৪ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৬ পয়সা। আগের বছরের একই সময়ে আয় হয়েছিল ৮৩ পয়সা।

শ্যামপুর সুগার মিলস

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ১৪ টাকা ৯৬ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ১০ টাকা ৬৭ পয়সা লোকসান হয়েছিল।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি ৩৮ টাকা ২৯ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে ৩১ টাকা ৭৫ পয়সা লোকসান হয়েছিল।

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার

অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭ টাকা ১৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১১ টাকা ৬১ পয়সা।

জিলবাংলা সুগার

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ১ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৭ টাকা ৫৪ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪০ টাকা ৯৫ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ৪৪ টাকা ২৪ পয়সা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে