ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

শেয়ারবাজারে কারসাজি: সাকিবকে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা

২০২৫ মে ১৫ ১৮:০৪:০৮
শেয়ারবাজারে কারসাজি: সাকিবকে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা

ডুয়া ডেস্ক: শেয়ারবাজারে কারসাজির অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা করেছে।

বিএসইসির এপ্রিল মাসের এনফোর্সমেন্ট অ্যাকশন রিপোর্ট অনুযায়ী, সোনালী পেপারের শেয়ারের দাম নিয়ে একটি সংঘবদ্ধ চক্র কারসাজি করায় সাকিবসহ মোট ১৩ জনকে ২৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

এই ঘটনায় অভিযুক্ত অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছেন আবুল খায়ের (যিনি হিরু নামেও পরিচিত), কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাতব্বর, ডিআইটি কো-অপারেটিভ, কাজী ফারিদ হাসান, কাজী ফুয়াদ হাসান, কনিকা আফরোজ, সাজেদ মাতব্বর, মোহাম্মদ বশর, মোনার্ক হোল্ডিংস, মোনার্ক হোটেল অ্যান্ড রিসোর্টস, সফটঅ্যাভিয়ন এবং জাভেদ এ মতিন।

বিএসইসি তাদের তদন্তে জানতে পেরেছে, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর এবং একই বছরের ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই দুই দফায় কারসাজি করা হয়। এই সময়ে সোনালী পেপারের শেয়ারের দাম ১২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৫৭ টাকা ৭০ পয়সায় উন্নীত হয়।

তদন্তে আরও জানা যায়, এই সিন্ডিকেট প্রতারণার মাধ্যমে প্রায় ৩৩ কোটি ৬৩ লাখ টাকা মুনাফা অর্জন করে এবং আরও প্রায় ৫৫ কোটি টাকার সম্ভাব্য মুনাফা অমূল্যায়িত অবস্থায় ছিল। বিএসইসির তদন্তে এটি স্পষ্ট হয়েছে যে অভিযুক্তরা একটি চক্র তৈরি করে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়েছিল, যা সিকিউরিটিজ আইনের লঙ্ঘন।

কমিশনে দেওয়া এক লিখিত বক্তব্যে আবুল খায়ের সাকিবের পক্ষ থেকে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি আন্তরিকভাবে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত। এটা কোনো ইচ্ছাকৃত কাজ ছিল না, বরং অজ্ঞতাবশত হয়েছে। ভবিষ্যতে আমি এ বিষয়ে আরও সতর্ক থাকব।’

শুধু সোনালী পেপার নয়, বিএসইসি এপ্রিল মাসে আরও চারটি কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির অভিযোগে মোট ২৪ জন ব্যক্তিকে ৫৪ কোটি টাকা জরিমানা করেছে। এর মধ্যে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুর রহমান ও তার সহযোগীরা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির দায়ে ১ কোটি ৯৭ লাখ টাকা জরিমানা দিয়েছেন। নূরজাহান বেগম ও তার সহযোগীদের ৭৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেমিনি সি ফুডের শেয়ার কারসাজির জন্য ৫ জনকে ৩ কোটি ৮৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও, আবুল খায়ের ও তার সহযোগীদের এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির জন্য আরও ১৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে