ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

দর কমতির বাজারেও ১৮ খাতের শেয়ারের লেনদেন চাঙা

২০২৫ মে ১০ ১৮:৫০:৩১
দর কমতির বাজারেও ১৮ খাতের শেয়ারের লেনদেন চাঙা

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৪-০৮ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে। তবে সূচকের পতনের মধ্যেও সপ্তাহজুড়ে লেনদেন বেড়েছে ১ হাজার ৫ কোটি ৪৮ লাখ টাকা। এই লেনদেন বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে ১৮টি খাতের শেয়ার। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

জানা গেছে, সবচেয়ে বেশি লেনদেন বেড়েছে ব্যাংক খাতে। গত সপ্তাহে ব্যাংক খাতে লেনদেন হয়েছে ৬৭৮ কোটি ৮৫ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১৪৪.৮২ শতাংশ বেশি।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে মিউচ্যুয়াল ফান্ড খাতে। এ খাতে লেনদেন হয়েছে ১৮৭ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১২০.৮৩ শতাংশ বেশি।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে ভ্রমণ ও অবকাশ খাতে। এই খাতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৭৬ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১০৪.৯২ শতাংশ বেশি।

অন্য খাতগুলোর মধ্যে- কর্পোরেট বন্ডে ৫৬.৫৩ শতাংশ, আর্থিক খাতে ৫২.৭৭ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৪৬.৬৩ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ৩৯.৭৩ শতাংশ, সেবা ও আবাসন খাতে ৩৪.৪৮ শতাংশ, পাট খাতে ২৯.১৪ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২৬.৭৪ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ২৬.৪৪ শতাংশ, সিরামিকস খাতে ২৪.২ শতাংশ, প্রকৌশল খাতে ১৫.৪৯ শতাংশ, চামড়া খাতে ১৪.৭৩ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ১৩.৩২ শতাংশ, বিবিধ খাতে ৯.২৯ শতাংশ, বস্ত্র খাতে ৯.২ শতাংশ এবং জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৫.৫৬ শতাংশ লেনদেন কমেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে