ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বিশ্ববাসীকে সতর্ক করল জাতিসংঘ

২০২৫ মে ১০ ১৭:২২:২৬
বিশ্ববাসীকে সতর্ক করল জাতিসংঘ

ডুয়া ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালের স্মতরিচ। পাশাপাশি গাজার ফিলিস্তিনি জনগণের ‘বিশাল একটি অংশকে তৃতীয় কোনো দেশে’ চলে যেতে বাধ্য করা হবে বলে জানান তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও এমন ইঙ্গিত দিয়েছেন।

এমতাবস্থায় বিশ্ববাসী আরেকটি ‘নাকবা’র সাক্ষী হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের একটি বিশেষ কমিটি। শুক্রবার ওই কমিটির পক্ষ থেতকে ইসরায়েলের বিরুদ্ধে ‘জাতি নির্মূলের’ অভিযোগ আনা হয়। ফিলিস্তিনিদের জন্য ইসরায়েল ‘অকল্পনীয় দুর্ভোগ’ ডেকে এনেছে বলে জানিয়েছে ওই কমিটি।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ১৪ মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এই রাষ্ট্র প্রতিষ্ঠার সময় যে ভূখণ্ডে ইসরায়েল গঠিত হয়, সেখান থেকে গণহারে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা হয়। এ কারণেই প্রতি বছর ১৫ মে ফিলিস্তিনিরা দিনটিকে ‘নাকবা দিবস’ বা ‘বিপর্যয়ের দিন’ হিসেবে স্মরণ করে।

সপ্তাহের শুরুতে গাজার উত্তরাঞ্চল থেকে লাখ লাখ ক্ষুধার্ত ফিলিস্তিনিকে জোরপূর্বক সরিয়ে ছয়টি শিবিরে আটকে রাখার পরিকল্পনা করে ইসরায়েল। এ পরিকল্পনার প্রতিক্রিয়ায়ই জাতিসংঘের একটি বিশেষ কমিটি উদ্বেগ প্রকাশ করে মন্তব্য জানিয়েছে।

এদিকে, যেকোনও ধরনের জোরপূর্বক বাস্তুচ্যুতি ফিলিস্তিনিদের মাঝে ‘নাকবা’ বা অতীতের বিপর্যয়ের করুণ স্মৃতি জাগিয়ে তোলে।

কমিটির পক্ষ থেকে বলা হয়, ‘আমরা যা লক্ষ্য করছি তাতে মনে হচ্ছে, বিশ্ববাসী আরেকটি ‘নাকবা’র সাক্ষী হতে যাচ্ছে। আরও বলা হয়, ইসরায়েল সরকারের অগ্রাধিকার হলো বৃহত্তর ঔপনিবেশিক সম্প্রসারণ। গাজায় ইসরায়েলি বসতি স্থাপনের লক্ষ্যে নিরাপত্তা অভিযানের নামে স্থানচ্যুতি, ধ্বংস, ভূমি দখল ও উচ্ছেদের মতো কার্যক্রম পরিচালনা করছে ইসরায়েল। ’

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিও উল্লেখ করা হয়।

কমিটির পক্ষ থেকে আরও বলা হয়, ‘ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর অমানবিক নির্যাতনের প্রমাণ আছে। নির্যাতন চালানো যেন ইসরায়েলি সেনাবাহিনী ও নিরাপত্তাবাহিনীর নিয়মতান্ত্রিক অনুশীলন। গাজায় খাদ্য সামগ্রী প্রবেশে ইসরায়েলের বাধা নিয়ে বলা হয়, এমন একটি পৃথিবী কল্পনা করাও কঠিন যেখানে এতগুলো মানুষকে অনাহারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। যেখানে খাবারের ট্রাকগুলো মাত্র কয়েক কিলোমিটার দূরেই অবস্থান করছে। তবে এটিই গাজার বাস্তবতা।’

সূত্র: আল জাজিরা

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে