ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড়

২০২৫ মে ১০ ১৬:৩৫:৪৩
সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড়

ডুয়া ডেস্ক: সন্ধ্যার মধ্যে দেশের ছয় জেলায় ৬০ কিলোমিটার বা তার অধিক গতিতে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার (১০ মে) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘আজ দুপুর ২টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টার মধ্যে শরীয়তপুর, চাঁদপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও কুমিল্লা জেলার কিছু স্থানে ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।’

ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ ছাড়াও রাজশাহী ও খুলনা বিভাগের কিছু অংশ এবং রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে