ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

উচ্চশিক্ষা শেষে মেধাবীদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

২০২৫ মে ০৫ ১৬:২৯:১১
উচ্চশিক্ষা শেষে মেধাবীদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

ডুয়া নিউজ: বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ শেষে মেধাবী তরুণদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ হিসেবে ভিজিটিং স্কলারশিপ ও ভিজিটিং প্রফেসরশিপ কার্যক্রমে গুরুত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিষয়টি জানান।

অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, দেশের বাইরে গিয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় যুক্ত হওয়া আমাদের শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ অংশ। এটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। বরং আমাদের মূল ভাবনার বিষয় হলো—তারা যেন পড়াশোনা শেষে দেশে ফিরে আসেন এবং দেশের শিক্ষা ব্যবস্থায় অবদান রাখতে পারেন। সেই লক্ষ্যে আমরা কিছু কার্যকর উদ্যোগ গ্রহণ করেছি।

তিনি বলেন, প্রথমেই আমরা ভিজিটিং স্কলারশিপ ও ভিজিটিং প্রফেসরশিপ কার্যক্রমে গুরুত্ব বাড়িয়েছি। যেসব প্রতিভাবান বাঙালি শিক্ষার্থী ও শিক্ষক বর্তমানে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সফলভাবে কাজ করছেন—বিশেষ করে যারা আগে ঢাকা বিশ্ববিদ্যালয় বা দেশের অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন—তাদেরকে দেশের শিক্ষায় সম্পৃক্ত করার চেষ্টা করছি। আমরা তাদের বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করছি।

তিনি জানান, উদাহরণস্বরূপ, প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য গঠিত একটি কমিটিতে নীতিমালা আধুনিকায়ন করার উদ্দেশ্যে আমরা উত্তর আমেরিকার একজন প্রথিতযশা বাঙালি অধ্যাপককে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। ইউরোপ থেকেও একজন সফল অধ্যাপককে কমিটিতে আনার চেষ্টা করছি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে