ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ঢাবির ভর্তি বিজ্ঞপ্তিতে ফের ‘ট্রান্সজেন্ডার’ কোটা, যা বলছে প্রশাসন

২০২৫ মে ০৪ ১১:১০:৫৯
ঢাবির ভর্তি বিজ্ঞপ্তিতে ফের ‘ট্রান্সজেন্ডার’ কোটা, যা বলছে প্রশাসন

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে কোটায় ভর্তিতে ফের ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করা হয়েছে। গত বছর এটি বাতিল করা হলেও ফের বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকায় বিতর্ক ও সমালোচনা দেখা দিয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে অনিচ্ছাকৃত ভুল ছিল এটি।

রোববার সকালে ডুয়া নিউজকে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান বলেন, ট্রান্সজেন্ডার কোটা আমাদের নেই এবং কি ভর্তি নির্দেশিকাতেও নেই। এটা একটা অনিচ্ছাকৃত ভুল। ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে ট্রান্সজেন্ডার শব্দটি থাকায় ক্ষোভ প্রকাশ করেন ভর্তিচ্ছু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আব্দুর রহীম নামে এক শিক্ষার্থী বলেন, ট্রান্সজেন্ডার কোটা নিয়ে এতকিছু হওয়ার পরও কিভাবে ঢাবি প্রশাসন বিজ্ঞপ্তিতে রাখে। কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখারও অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, গত বছরের ভর্তি পরীক্ষায় ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করার কারণে শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানান। পরবর্তীতে প্রশাসনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, এ শব্দটি ব্যবহার বাতিল করা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে