ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

উপাচার্যের দায়িত্বকে পবিত্র আমানত হিসেবে মনে করছি : অধ্যাপক নিয়াজ আহমদ

২০২৫ মে ০৪ ১০:৪২:৪১
উপাচার্যের দায়িত্বকে পবিত্র আমানত হিসেবে মনে করছি : অধ্যাপক নিয়াজ আহমদ

ডুয়া নিউজ: উপাচার্যের দায়িত্বটিকে পবিত্র আমানত হিসেবে মনে করছি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত হওয়া নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, আমি প্রথম থেকেই উপাচার্যের দায়িত্বটিকে একটি আমানত হিসেবে মনে করছি। এটি মূলত আমার জন্য এক ধরনের দায়বদ্ধতা। অভ্যুত্থানের পরপরই, অনেক মানুষের রক্ত এবং ত্যাগের ওপর দাঁড়িয়ে এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হয়েছিল। সেই সময়টায় নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। ছাত্রদের অনুরোধে তখন আমি দায়িত্বটি গ্রহণ করি। সরকারও হয়তো ভেবেছিল, আমাকে দিয়ে সেই সময়ের চ্যালেঞ্জটা মোকাবেলা করা সহজ হবে। সেই ভাবনা থেকেই কাজ শুরু করি।

তিনি আরও বলেন, এরপর থেকে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে। প্রতিদিনই কোনো না কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সেই সঙ্গে, যখনই বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করতে পারি, তখন একটা আনন্দবোধও কাজ করে। সব মিলিয়ে এটি এক ধরনের মিশ্র অভিজ্ঞতা—উত্তেজনা, দায়বদ্ধতা এবং আনন্দের সম্মিলন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে