ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
আইএমডিবির জনপ্রিয় ১০০ সিনেমার তালিকায় শাকিবের 'বরবাদ'
ডুয়া ডেস্ক দেশের: গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্রেও সফলতার মুখ দেখছে শাকিব খানের 'বরবাদ' সিনেমা। এবার বিশ্বব্যাপী জনপ্রিয় অনলাইন ভিত্তিক ডাটাবেজ আইএমডিবির (ইন্টারনেট মুভি ডেটাবেজ) তালিকায় উঠে এসেছে বাংলাদেশের কিং খানের এই সিনেমা।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমাটি আইএমডিবির সেরা ১০০ জনপ্রিয় চলচ্চিত্রের তালিকায় ৪৪তম অবস্থানে জায়গা করে নিয়েছে।
আইএমডিবির সর্বশেষ চার্ট অনুযায়ী, শীর্ষে রয়েছে হলিউডের আলোচিত ছবি ‘আ মাইনক্রাফট মুভি’। এছাড়াও তালিকায় রয়েছে ‘স্নো হোয়াইট’, ‘অ্যানোরা’, ‘সুপারম্যান’, ‘মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং’, ‘সিকান্দার’, ও ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’-এর মতো বিখ্যাত সব সিনেমা। এসবের পাশাপাশি বাংলাদেশি সিনেমা ‘বরবাদ’-এর অন্তর্ভুক্তি বেশ চমকপ্রদ।
আইএমডিবিতে ৭.৪ রেটিং পাওয়া ‘বরবাদ’ ইতিবাচক রিভিউ অর্জন করেছে সমালোচকদের কাছ থেকে।
গর্বের সাথে নির্মাতা মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, বিশ্ববিখ্যাত হলিউড ও বলিউড সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশি সিনেমা ‘বরবাদ’-এর এমন অর্জন দেশীয় চলচ্চিত্রের জন্য অত্যন্ত সম্মানের।
তিনি আরও বলেন, "আইএমডিবি চার্টে আমাদের সিনেমা ৪৪তম স্থানে জায়গা করে নিয়েছে, তাও জনপ্রিয় সিনেমা ক্যাটাগরিতে; এটা তো আমাদের জন্য অনেক আনন্দের, গর্বের। আমাদের দেশি সিনেমা এখন বিদেশে মুক্তি পাচ্ছে, এখন আইএমডিবিতে জায়গা করে নিচ্ছে। তার মানে আমাদের বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক স্তরে যাচ্ছে। এটা অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই আনন্দের, একইসঙ্গে সবার জন্য গর্বের।"
ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘বরবাদ’ যেন ঝড় তুলে দিয়েছে দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে। প্রযোজক শাহরিন আক্তারের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম ৭ দিনে সিনেমাটির গ্রস কালেকশন ছিল প্রায় ২৭ কোটি ৫০ লাখ টাকা। এরপরের ৪ দিনে আয় হয় আরও ১০ কোটির বেশি। সব মিলিয়ে ১১ দিনের মাথায় ‘বরবাদ’-এর মোট আয় ছাড়িয়ে গেছে ৩৭ কোটি টাকা।
প্রযোজকের ভাষ্য, মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে শো-এর সংখ্যা আগের মতো থাকলে চলতি সপ্তাহের মধ্যেই সিনেমাটির আয় পৌঁছাতে পারে ৫০ কোটির ঘরে।
প্রযোজক আশা করছেন, আসন্ন ঈদুল আজহা পর্যন্ত প্রেক্ষাগৃহে ‘বরবাদ’-এর জোয়ার অব্যাহত থাকবে। সেই হিসেবে হাতে রয়েছে আরও প্রায় দেড় মাস সময়। যদি এই আয় বৃদ্ধির ধারা অব্যাহত থাকে, তবে ‘বরবাদ’-এর গ্রস কালেকশন ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলাও অসম্ভব নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ