ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
১২ লাখ টাকা জরিমানা রাজস্থান রয়্যালস অধিনায়কের

ডুয়া নিউজ: রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগকে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। রবিবার (৩০ মার্চ) গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আইপিএল ২০২৫-এর ম্যাচের সময় এই ঘটনা ঘটে।
রাজস্থান ওই ম্যাচে জয়লাভ করে চলতি আইপিএলে নিজেদের প্রথম জয় নিশ্চিত করে। এর আগে তারা টানা দু’টি ম্যাচে পরাজিত হয়েছিল। কিন্তু জয়ের পরই জরিমানা করা হয় অধিনায়ক রিয়ান পরাগকে।
এটি আইপিএল ২০২৫-এর দ্বিতীয় স্লো ওভার রেটের ঘটনা। এর আগে গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকেও একই কারণে জরিমানা করা হয়েছিল। সেই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ধীরগতির বোলিং করার জন্য তাকে জরিমানা করা হয়।
আইপিএল কর্তৃপক্ষ স্লো ওভার রেটের কারণে অধিনায়কদের নিষেধাজ্ঞার নিয়ম বাতিল করেছে, যার ফলে এখন শুধুমাত্র জরিমানা এবং ইন-গেম ফিল্ড রেস্ট্রিকশন আরোপ করা হয়। তাই রিয়ান পরাগের ওপর ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকি নেই।
রবিবারের ম্যাচে রাজস্থান তিনজন পেসার নিয়ে খেলেছিল। দলটি মোট ১১ ওভার বোলিং করে এবং নির্ধারিত সময়ে ওভার শেষ করতে ব্যর্থ হয়। নীতিশ রানের ৮১ রানের ইনিংস রাজস্থানের স্কোর ১৮২/৯ এ নিয়ে যায়। শেষ পর্যন্ত রাজস্থান ১৯ রান ডিফেন্ড করে ৬ রানে জয় নিশ্চিত করে।
ম্যাচ শেষে রিয়ান পরাগ মন্তব্য করেন, "জিততে বেশ দেরি হলো! মাত্র দুটি ম্যাচ হারলেও সময়টা দীর্ঘ মনে হচ্ছিল। কিন্তু জিতে স্বস্তি পেলাম। আমি মনে করি, আমরা অন্তত ২০ রান কম করেছি। মাঝের ওভারগুলোতে আমাদের ধারাবাহিকতা ভালো ছিল। কিন্তু হঠাৎ করে কিছু উইকেট হারালাম। ১৬তম ওভার শেষে আমি বেশি গতি আনতে চেয়েছিলাম। কিন্তু মনে হলো ২০ রান কম হয়ে গেছে। তবে আমরা দারুণ বোলিং করেছি।"
নিয়মিত অধিনায়ক সাঞ্জু স্যামসন এখনো আঙুলের চোটের কারণে পুরোপুরি সুস্থ নন এবং কেবল ব্যাটার হিসেবে দলের সাথে রয়েছেন। তাই পরাগকে রাজস্থানের প্রথম তিন ম্যাচের জন্য অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে নিয়োগ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান