ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
একগাদা লাগেজ নিয়ে উড়াল দিলেন তাসনিয়া ফারিণ

ডুয়া নিউজ: এবারের ঈদটি তাসনিয়া ফারিণের জন্য একটু ভিন্নরকম। এবার ঈদ কাটাতে তিনি সুদূর যুক্তরাজ্যের বার্হিংহামে গেছেন। জনপ্রিয় এই অভিনেত্রী সেখানে গিয়ে তার স্বামী রেজওয়ানের সাথে সময় কাটাচ্ছেন।
তাসনিয়া ফারিণের স্বামী রেজওয়ান যুক্তরাজ্যে চাকরি করেন এবং তার আত্মীয়-স্বজনও সেখানে বাস করেন। মূলত স্বামীর জন্যই লন্ডনে উড়াল দিলেন তাসনিয়া ফারিণ।
তিনি জানান, ঈদের আগে স্বামীর কাছে যাওয়ার জন্য তিনি নানা ধরনের জিনিসপত্র লাগেজে ভরেছেন। নিজে কিছু কিনেছেন, এছাড়া স্বামীর জন্য ও তার শ্বশুর-শাশুড়ির মাধ্যমে পাওয়া নানা উপহারও নিয়ে গেছেন।
তাসনিয়া ফারিণ ২০২৩ সালের আগস্টে শেখ রেজওয়ানকে বিয়ে করেন। তাদের সম্পর্ক আট বছরের পুরানো, যা কলেজের দিন থেকেই শুরু। প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব ছিল। বিয়ের পর একবার তারা তুরস্কে ঈদ উদযাপন করেছেন। এবার তারা যুক্তরাজ্যে ঈদ উদযাপন করছেন।
লন্ডনে আসার আগে তাসনিয়া ফারিণ বলেন, “এখানে আসার আগে অনেক কিছু নিয়ে এসেছি। পাঞ্জাবি, শার্ট, ইলিশ মাছ, কোপ্তা, আচার এবং মসলাপাতি এসব নিতে হয়েছে। আমার লাগেজে আমার কিছু ছিল না, সবই স্বামীর জন্য।”
তিনি আরও জানান, লন্ডনে বর্তমান ঠাণ্ডার কারণে মোটা কাপড়ের পাঞ্জাবি কিনতে হয়েছে এবং এখানে সাধারণত সবাই হালকা রঙের কাপড় পরে।
বিয়ের আগের ঈদ এবং এখনকার ঈদের মধ্যে পার্থক্য জানতে চাইলে ফারিণ বলেন, “এখন আমি লন্ডনে আছি। আমার পরিবার ঢাকা থেকে দূরে, তাই ঈদ এখানে আমার মামা-মামির সাথে কাটবে।”
জানা গেছে, তাসনিয়া ফারিণ মাসখানেক যুক্তরাজ্যে থাকার পর দেশে ফিরে আসবেন এবং পরে মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্র ‘ইনসাফ’র শুটিং শুরু করবেন।
এবার ঈদে তার একটি ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’ মুক্তি পাচ্ছে, যেখানে তার সহশিল্পী হলেন অপূর্ব। ইতোমধ্যেই হাউ সুইটের ট্রেলার এবং গান প্রকাশিত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস