ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
প্রাতিষ্ঠানিক দুর্বলতায় কমছে না সড়ক দুর্ঘটনা: উপদেষ্টা নাহিদ
ডুয়া নিউজ: প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং সড়ক নিরাপত্তার অব্যবস্থাপনার কারণে সড়ক দুর্ঘটনার হার কমানো সম্ভব হচ্ছে না, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য, সম্প্রচার ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। শনিবার (২১ ডিসেম্বর), প্রেস ইন্সটিটিউট বাংলাদেশে (পিআইবি) রোড সেফটি ফাউন্ডেশনের আয়োজিত জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সড়ক অবকাঠামো নির্মাণ হলেও সেগুলি জনকল্যাণের জন্য যথাযথভাবে কাজ করেনি। সড়ক ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং সামাজিক দায়বদ্ধতার অভাব রয়েছে, যা দুর্ঘটনার সুত্রপাত ঘটায়।
তিনি উল্লেখ করেন, সম্প্রতি বুয়েটের একজন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা আমাদের সমাজের উচ্চস্থরের ব্যক্তিদের বিচার ও জবাবদিহিতার অভাবের বিষয়টি সামনে নিয়ে এসেছে। এই চিত্র পরিবর্তন করা দরকার, সকলকে বিচারের আওতায় এনে কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে।
পরিবহন খাতে দুর্নীতির জন্য রাজনৈতিক কর্মীদের দায়ী করে নাহিদ বলেন, এখানে একটি সুবিধাভোগী গোষ্ঠী রয়েছে যারা নিজেদের স্বার্থের জন্য রাজনীতির সঙ্গে যুক্ত থাকে। তিনি জোর দেন যে, চ্যালেঞ্জিং হলেও সকল অংশীজনকে একত্রিত করে সমাধানের জন্য কাজ করতে হবে।
বিশেষজ্ঞরা এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই সংলাপে অংশগ্রহণ করেন এবং তারা সড়ক পরিবহন খাতের সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন। নীলিমা আখতার, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক, বাস রুট রেশনালাইজেশন নিয়ে পরিকল্পনা শেয়ার করেন।
সংশ্লিষ্টরা মোটরযানগুলোর নজরদারির জন্য নতুন কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেন এবং ভবিষ্যতে নিরাপত্তার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী দুর্ঘটনার জন্য চালকদের শাস্তির বিষয়ে আলোচনা হয়।
এছাড়া, নগরীর সড়ক অবকাঠামোর উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ এবং জমি পাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সংশ্লিষ্টরা। নিরাপদ সড়কের জন্য সড়ক কাঠামো উন্নত করা, দায়িত্বশীল পরিবহন ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া এবং জনসচেতনতার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি