ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
এসএসসি পাসের রাজমিস্ত্রী, ভাইবা নিচ্ছেন স্নাতক পাসের
ডুয়া ডেস্ক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে সিডা নামক একটি প্রতিষ্ঠানে স্নাতক পাসের অফিসার নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা নিচ্ছিলেন এসএসসি পাস এক রাজমিস্ত্রী। এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা গেছে, নিয়োগের জন্য আবেদনকারীদের কাছ থেকে ১ হাজার ৮২০ টাকা জামানত নেওয়া হচ্ছিল। এর ফলে তিন উপজেলায় একদিনে ৩০৯টি আবেদন জমা পড়েছে। এর মাধ্যমে ৫ লাখ ৬২ হাজার ৩৮০ টাকা সংগ্রহ করা হয়েছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রার্থী প্রতি ৩২০ টাকা এবং ক্যাশের মাধ্যমে ১ হাজার ৫০০ টাকা নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানের অফিসটি বুধহাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. সালাউদ্দিনের বাড়ির দোতলায় অবস্থিত। এখানে শেখ মিঠুন আলী নামে একজন ব্যক্তি নিয়োগের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। তিনি আশাশুনি উপজেলার দরগাপুর ইউনিয়নের শেখ সিদ্দিক আলীর ছেলে এবং ২০০৯ সালে সাতক্ষীরা জেলা সমাজসেবা অফিস থেকে সিডা এনজিও প্রতিষ্ঠার অনুমোদন পান।
এলাকাবাসী ও নিয়োগ প্রার্থীদের মাধ্যমে জানা গেছে, সিডা অফিসে ওয়াশরুম নির্মাণের জন্য ২৩ হাজার টাকা জমা দিতে বলা হচ্ছিল, যা দিয়ে ৬৫ হাজার টাকা খরচ করে প্রার্থীদের বাড়িতে ওয়াশরুম তৈরি করার প্রলোভন দেখানো হচ্ছিল। এসব প্রলোভন দেখিয়ে অসহায় মানুষের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছিল।
এ বিষয়ে স্থানীয় জনগণ, সাংবাদিক এবং ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার ফিরোজ আহমেদ থানায় এবং সেনা ক্যাম্পে অভিযোগ জানান। সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট রাদীদ রায়হানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিডা অফিসের পরিচালককে জিজ্ঞাসাবাদ করেন। তবে তিনি সঠিক কোনো তথ্য দিতে পারেননি। ফলে সিডা অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরিচালককে মুচলেকা দিয়ে অফিসের সঠিক কাগজপত্র ২৩ মার্চ সেনা ক্যাম্প এবং উপজেলা নির্বাহী অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে সেনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট রাদীদ রায়হান বলেন, সঠিক কাগজপত্র দেখার পর পরবর্তী কার্যক্রম নেওয়া হবে। যদি কাগজপত্র সঠিক না হয়। তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দরগাপুর আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি শেখ আশিকুর রহমান আশিক জানান, সিডা এনজিওর পরিচালক পূর্বে তার নিজের গ্রামে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে। তিনি একটি সিন্ডিকেট চালাচ্ছেন।
এ বিষয়ে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় বলেন, সেনা এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিডা অফিসের কাগজপত্র দেখতে বলেছেন। সঠিক কাগজপত্র দেখানো হলে কোনো সমস্যা হবে না কিন্তু যদি তা না হয়। তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৬ মাত্রার
- দেশে ফের মধ্যরাতে ভূমিকম্প অনুভূত
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ত্রিদেশীয় টি-২০: সরাসরি দেখবেন যেভাবে