ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশের শীর্ষ স্থানে বাংলাদেশ
ডুয়া নিউজ: বিগত বছরের মতো এবছরও বর্ষসেরা দেশের (কান্ট্রি অব দ্য ইয়ার) তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যের সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট। এবারের তালিকায় শীর্ষ স্থান দখল করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বর্ষসেরা দেশের তালিকা প্রস্তুত করতে বিত্ত, সুখ কিংবা নৈতিকতার মানদণ্ডকে গুরুত্ব দেওয়া হয়নি। বরং ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে যেসব দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে, তাদের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে।
ইকোনোমিস্টের ২০২৪ সালের বর্ষসেরা দেশের চূড়ান্ত তালিকায় বাংলাদেশ ছাড়াও সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা এবং পোল্যান্ড রয়েছে। বাংলাদেশ পেল শীর্ষ স্থান, দ্বিতীয় স্থানে আছে সিরিয়া। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা এবং পোল্যান্ডের অবস্থান।
প্রতিবেদনটিতে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, “এবারের বিজয়ী বাংলাদেশ, যারা এক স্বৈরশাসককে উৎখাত করেছে। আগস্ট মাসে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তিনি সাড়ে ১৭ কোটি জনসংখ্যার দেশটি ১৫ বছর ধরে শাসন করছিলেন। তার শাসনামলে বিরোধীদের দমন, নির্বাচনকালীন কারচুপি এবং বিশাল অংকের অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছিল।”
ইকোনমিস্টের প্রতিবেদনে বাংলাদেশে ক্ষমতার পালাবদলের সময় প্রতিশোধমূলক সহিংসতার বিষয়টি উল্লেখ করা হয়েছে এবং প্রধান বিরোধী দল বিএনপিকে দুর্নীতিগ্রস্ত দল হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এছাড়া, “বর্তমানে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অস্থায়ী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যা ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী এবং নাগরিক সমাজের সমর্থন নিয়ে কাজ করছে। এই সরকার দেশের শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে।”
তবে, বর্তমান সরকারের সামনে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন ভারত সরকারের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ও ২০২৫ সালে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। প্রতিবেদনে বলা হয়েছে, “২০২৫ সালে এই সরকারকে ভারতের সাথে সম্পর্ক সুরাহা করতে হবে এবং নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ করে বিরোধী দলগুলোকে সংগঠিত হওয়ার সুযোগ দিতে হবে। এর কোনোটিই সহজ হবে না।”
তবুও, একজন স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করে আরো উদার সরকার গঠনের পথে অগ্রসর হওয়ার জন্য বাংলাদেশের নাম এই বছরের সেরা দেশের তালিকায় স্থান পেয়েছে।
সিরিয়ার দ্বিতীয় স্থানে উঠে আসার পেছনে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাম্প্রতিক ক্ষমতাচ্যুতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড নতুন সরকারের অভিমুখে অগ্রসর হওয়ার জন্য এই তালিকায় স্থান পেয়েছে।
২০২৩ সালে গ্রীস বিজয়ী হয়েছিল, যা দীর্ঘ আর্থিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য ও মধ্যপন্থী সরকারের পুনর্নির্বাচনের কারণে এই স্বীকৃতি পায়। এর আগের বিজয়ীদের মধ্যে কলম্বিয়া, ইউক্রেন এবং মালাউই উল্লেখযোগ্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলো ইসি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ