ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

দেশের দুই শেয়ারবাজারে সূচক বেড়েছে

২০২৫ মার্চ ১২ ১৪:১০:৫৩
দেশের দুই শেয়ারবাজারে সূচক বেড়েছে

ডুয়া ডেস্ক : গতকাল থেকেই দেশের দুই শেয়ারবাজারে সূচক ঊর্ধ্বমুখী। তবে আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বৃদ্ধি পেলেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১২ মার্চ) ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভার প্রতিষ্ঠানের দর বেড়েছে। সিএসইতেও একই চিত্র দেখা গেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ১৬ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ৫২১৬ দশমিক ০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস ২ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৬৬ দশমিক ৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১৮৯৯ দশমিক ৬২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৪৫২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪১২ কোটি ৫২ লাখ টাকার। আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৯১টির, কমেছে ১৪০টির এবং পরিবর্তন হয়নি ৬৭টির।

অন্যদিকে, অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ৯২ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২১টির, কমেছে ৬৪টির এবং পরিবর্তন হয়নি ৩৫টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই শূন্য দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৬৮ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই বেড়েছিল শূন্য দশমিক ০২ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে