ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

মির্জা আজমকে ধরতে ঘিরে রাখা ধানমন্ডির বাড়িতে অভিযান

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১৩:২১:১১
মির্জা আজমকে ধরতে ঘিরে রাখা ধানমন্ডির বাড়িতে অভিযান

ডুয়া নিউজ: ধানমন্ডির ২৮ নম্বর রোডের একটি বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। ধারণা করা হচ্ছে জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম সেখানে অবস্থান করছেন। অভিযানে র‍্যাব, পুলিশ, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং এনএসআই সদস্যরা অংশ নিচ্ছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে র‍্যাব সদস্যরা বাড়িটি ঘিরে ফেলে এবং সোয়া ১১টার দিকে অভিযান শুরু করে।

ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানিয়েছেন, র‍্যাবের তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে। পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত আছেন। তিনি আরও জানান, খবর আছে যে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা ওই বাড়িতে থাকতে পারেন। অভিযান এখনো চলছে এবং বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে