ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

নাইকো দুর্নীতি মামলা : খালেদা জিয়াসহ সব আসামি খালাস

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১১:৫৭:১৪
নাইকো দুর্নীতি মামলা : খালেদা জিয়াসহ সব আসামি খালাস

ডুয়া নিউজ: খালেদা জিয়াসহ আটজনকে খালাস দিয়ে নাইকো দুর্নীতি মামলার রায় ঘোষণা করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই রায় দেন।

মামলার বিবরণ অনুযায়ী, আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক শেষে ১৩ই ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করা হয়। আসামিরা আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করেন। খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে উপস্থিত ছিলেন না। তার পক্ষে আইনজীবী হাজিরা দেন। দুদকের যুক্তিতর্ক উপস্থাপনকালে আসামিদের সর্বোচ্চ সাজা চাওয়া হয়। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা তাদের খালাসের আবেদন করেন।

এ মামলার সাক্ষ্যগ্রহণ ৫ই ফেব্রুয়ারি শেষ হয়, যেখানে ৬৮ জন সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য নেওয়া হয়। খালেদা জিয়ার আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেন।

মামলাটি ২০০৭ সালে দায়ের করা হয় এবং ২০০৮ সালের ৫ মে দুদক খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে বলা হয়, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে ক্ষমতার অপব্যবহার করে খালেদা জিয়াসহ কয়েকজন কানাডার নাইকো কোম্পানিকে অবৈধভাবে গ্যাস অনুসন্ধানের সুযোগ করে দেয়। যার ফলে রাষ্ট্রের ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়।

মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। এদের মধ্যে এ কে এম মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ এবং বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মারা যাওয়ায় তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে